বাংলাদেশ ক্রিকেটের বিজ্ঞাপন তারা। তাদের ছাড়া ভাবাই যায় না বাংলাদেশ দল। সেই মাশরাফি বিন মর্তুজা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদকে ছাড়াই এবার পথ চলল বাংলাদেশ দল। ‘পঞ্চপাণ্ডব’ নামে খ্যাত এই পাঁচ ক্রিকেটারের একজনও নেই জাতীয় দলে। রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের ছাড়াই টেস্ট খেলতে নেমেছে টাইগাররা।
সেই ২০০৯ সালে দেশের ক্রিকেটে পথচলা তাদের। এরপর প্রতিটি ম্যাচেই জড়িয়ে ছিলেন মাশরাফি বিন মতুর্জা, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াদের যে কোন একজন এবার এই পাঁচ ক্রিকেটারকে ছাড়াই মাঠে দল।
এরমধ্যে ২০১৭ সালে বিদায় জানান টি-টুয়েন্টি ক্রিকেটকে বিদায় বলেন মাশরাফি। ২০২০ সালের জিম্বাবুয়ে সিরিজের পর থেকে নেই তিনি। মাহমুদুল্লাহ রিয়াদ টেস্ট ক্রিকেট থেকে অবসরের গেছেন গেল বছরই।
আর এখন ইনজুরির জন্য জাতীয় দলের বাইরে রয়েছেন তামিম ইকবাল। সাকিব আল হাসান ছুটি নিয়ে চলে গেছেন দলের বাইরে। মুশফিক চোটের কারণে নেই চলতি ক্রাইস্টচার্চ টেস্টে। এ কারণেই ২০০৬ সালের পর এই প্রথম বাংলাদেশের কোন টেস্টে মাঠে নেই এই পাঁচ তারকার একজনও।
নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি টেস্টে দেশের ১০০তম ক্রিকেটার হিসেবে টেস্টে অভিষেক হয়েছে নাঈম শেখের। ইনজুরিতে পরা মুশফিকের জায়গায় খেলছেন নুরুল হাসান সোহান।
Discussion about this post