ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শুক্রবারের মতোই শনিবার মাহমুদউল্লাহ রিয়াদ জিতলেন শুধু টস। নেন আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত। কিন্তু বদলায়নি ভাগ্য। আগের ম্যাচের মতোই এদিনও বাংলাদেশের দেখতে হয়েছে হার। স্বাভাবিকভাবে দলের টানা এমন ব্যর্থতায় হতাশ টাইগার টি-টোয়েন্টি অধিনায়ক।
পাকিস্তানের বিপক্ষে গত দুই ম্যাচে সব ব্যাটসম্যানদের ব্যর্থ হয়েছেন। এমনটা বলতে নারাজ বাংলাদেশের টি-টোয়েন্টি অধিনায়ক,‘সিরিজ হেরে আমরা হতাশ। একমাত্র তামিম ইকবাল ছাড়া আর কেউ আমরা ব্যাটিংয়ে নিজেদের মেলে ধরতে পারিনি। এই ম্যাচেও আমাদের ১৫০/১৬০ রান করা উচিত ছিল। তেমন রান করার একটা টার্গেট নিয়েই আমরা চেষ্টাও চালিয়েছিলাম, কিন্তু পাকিস্তানের বোলারদের কৃতিত্ব দিতেই হবে। খুব ভালো বোলিং করেছে তারা। আমরা ব্যাটিংয়ের শেষটা ভালো করতে পারিনি।’
দুই ম্যাচ সিরিজ হাতছাড়া হয়ে গেছে বাংলাদেশের। এখন তৃতীয় এবং শেষ ম্যাচটা সিরিজের ফলাফল নির্ণয়ে আর কোনো ভূমিকাই রাখবে না। এমন পরিস্থিতিতে সিরিজের শেষ ম্যাচটা নিয়ে বাংলাদেশের পরিকল্পনা কি? এ ব্যাপারে মাহমুদউল্লাহ বলেন, ‘শেষ ম্যাচের পরিকল্পনা নিয়ে এখনো আমরা নিশ্চিত না। এমনও হতে পারে রিজার্ভ বেঞ্চের কয়েকজনকে খেলানো হতে পারে। তবে সিরিজের শেষ ম্যাচটা আমরা দাপুটে ক্রিকেট খেলতে চাই। ম্যাচটা জিততে চাই।’
একদিন পরেই সেই লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামেই সিরিজের শেষ টি-টোয়োন্টিতে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। অনন্ত এ ম্যাচটি জিতে দেশে ফিরতে চান মাহমুদউল্লাহ রিয়াদ।
Discussion about this post