ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ শুরু আগামী ১৫ মার্চ। তার আগে চলছে দলবদল। বৃহস্পতিবার ছিল বদলের প্রথম দিন। যেখানে পছন্দের ক্রিকেটার বেছে নিয়েছে ক্লাবগুলো। দল বদলের প্রথম দিন লিজেন্ডসদের দলে যোগ দিলেন পারভেজ হোসেন ইমন, আশিক-উল-ইসলাম নাঈম, ফারদিন হাসান, জাওয়াদ মোহাম্মদ রোহান ও আব্দুল হালিম।
দলবদল শুরু হয়ে আবার একদিন বন্ধ। ৩ মার্চ শুক্রবার বাংলাদেশ আর ইংল্যান্ডের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ এ কারণে আজ দলবদল বন্ধ। ৪ মার্চ শনিবার ফের দলবদল অনুষ্ঠিত হবে। সকাল ১০টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের সিসিডিএম অফিসে চলবে এই প্রক্রিয়া।
এক নজরে
লিজেন্ডস অব রূপগঞ্জ
পারভেজ হোসেন ইমন, আশিক উল আলম নাঈম, ফারদিন হাসান অনি, জাওয়াদ মোহাম্মদ, আবদুল হালিম।
আবাহনী লিমিটেড
রিশাদ হাসান, শাহবাজ চৌহান, এনামুল হক বিজয়, রিপন মন্ডল, নাহিদুল ইসলাম, রাকিবুল হাসান, তাসকিন আহমেদ।
শাইনপুকুর ক্রিকেট ক্লাব
আমিনুল ইসলাম, মাসুম খান টুটুল, আবদুল কাইউম তুহিন, ফরহাদ রেজা, নাবিল সামাদ চৌধুরী।
ঢাকা লেপার্ডস
রকিবুল হাসান, সোহরাওয়ার্দি শুভ, জসিম উদ্দিন, জাকিরুল আহমেদ জেম, রায়াহান উদ্দিন, মেহরাব হোসাইন জসি, দেলওয়ার হোসেন, মঈন খান, পিনাক ঘোষ, সালাউদ্দিন শাকিল ও জুনায়েদ সিদ্দিকি।
শেখ জামাল ধানমন্ডি ক্লাব
শফিকুল ইসলাম, ফজলে মাহমুদ রাব্বি, তৌহিদ হৃদয়, রায়হান উদ্দিন, মেহরাব হোসেন নিলয়, প্রিতম কুমার, মনির হোসেন খান।
অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব
সাদমান ইসলাম, আবু হায়দার রনি, শরিফুল্লাহ, মিনহাজুর রহমান, শামসুল ইসলাম, নুরুজ্জামান, আসাদুজ্জামান পায়েল, এনামুল হক, আজমীর আহমেদ, মোহাম্মদ ইলিয়াস, আরাফাত সানি, মার্শাল আইউব, শহীদুল ইসলাম, জহুরুল ইসলাম।
প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব
মঈনুল ইসলাম সোহাইল, আলিস আল ইসলাম, রাকিবুল আতিক, বিশাল চৌধুরী।
রূপগঞ্জ টাইগার্স ক্রিকেট ক্লাব
ইয়াসিন আরাফাত, টিপু সুলতান, সানজামুল ইসলাম, নাঈম ইসলাম, হাসান মাহমুদ, মোহাম্মদ সালমান হোসেন ইমন।
গাজী গ্রুপ ক্রিকেটার্স
অমিত মজুমদার, সুমন হাসান খান, নিহাদ উজ জামান।
মোহামেডান স্পোর্টিং ক্লাব
ইমরুল কায়েস ও মাহিদুল ইসলাম অঙ্কন।
ব্রাদার্স ইউনিয়ন
এ কে এস স্বাধীন, আনিসুল ইসলাম ইমন।
সিটি ক্লাব
আসিফ হাসান মিতুল, আসিফ আহমেদ রাতুল, আবদুল্লাহ আল মামুন, রাফসান আল মাহমুদ, জয়রাজ শেখ ইমন ও নাঈমুর রহমান নয়ন।
Discussion about this post