টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখে বছর শেষ করায় আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) কাছ থেকে ৪ লাখ ৭৫ হাজার মার্কিন ডলার পুরস্কার পেয়েছে দক্ষিণ আফ্রিকা। মঙ্গলবার দেশটির ক্রিকেট সংস্থার প্রধান নির্বাহী কর্মকর্তা হারুন লরগাতের হাতে সেই চেক তুলে দেন আইসিসির সিইও ডেভিড রিচার্ডসন।
র্যাঙ্কিংয়ে বাংলাদেশ রয়েছে দশম স্থানে। অর্থাৎ সবার নিচে।
আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে দ্বিতীয়স্থানে থাকা অস্ট্রেলিয়া পেল ৩ লাখ ৭০ হাজার ডলার। তৃতীয়স্থানে থাকা ইংল্যান্ড পেল ২ লাখ ৬৫ হাজার। চতুর্থ দল ভারত পেয়েছে ১ লাখ ৬০ হাজার ডলার।
এনিয়ে টানা দ্বিতীয়বার এই পুরস্কার পেল দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল। সেই ২০১২ সালের আগষ্ট থেকে টেস্ট র্যাঙ্কিংয়ের শীর্ষে রয়েছে তারা।
প্রতিবছর ১ এপ্রিল পর্যন্ত র্যাঙ্কিংয়ে সর্বশেষ অবস্থান ধরে এই পুরস্কার দেওয়া হয়।
 
			 
                                









Discussion about this post