বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দল যাচ্ছে দক্ষিণ আফ্রিকা সফরে। সমান তিনটি টি-টুয়েন্টি ও একদিনের ম্যাচ খেলতে সোমবার দেশ ছাড়ছেন সালমা, পিংকি, লতা মণ্ডল ও শুকতারারা। ওই সফরের জন্য ১৫ জনের দল সাজানো হয়েছে। এবারের মহিলাদের ক্রিকেট লিগে নজরকাড়া পারফরম্যান্স দেখানো সাথিরা জাকির জেসি প্রায় দুই বছর পর আবার দলে ফিরেছেন। সালমারা প্রথমে তিনটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে। যার প্রথমটি হবে ১২ সেপ্টেম্বর। এরপর ১৪ ও ১৫ সেপ্টেম্বর হবে বাকি দুটি। দক্ষিণ আফ্রিকা এমার্জিং একাদশের সঙ্গে ১৮ সেপ্টেম্বর একটি ওয়ার্মআপ ম্যাচ হবে। এরপর দক্ষিণ আফ্রিকা মহিলা দলের সঙ্গে ২০, ২২ ও ২৪ সেপ্টেম্বর হবে তিনটি ওয়ানডে ম্যাচ।
বাংলাদেশ দল-
সালমা খাতুন (অধিনায়ক), ফারজানা হক পিংকি (সহঅধিনায়ক), লতা মণ্ডল, আয়শা খাতুন, জাহানারা আলম, রুমানা আহমেদ, খাদিজাতুল কুবরা, পান্না ঘোষ, নুজহাত তাসনিম, সুলতানা ইয়াসমিন বৈশাখী, লিলি রানী বিশ্বাস, রিতু মনি, ফাহিমা খাতুন, শায়লা শারমিন, সাথিরা জাকির।
স্ট্যান্ডবাই : সোহেলি আখতার, তাজিয়া আখতার, শাহনাজ পারভিন, শারমিন আকতার সুপ্তা, তিথি রানী সরকার।
Discussion about this post