ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ব্যাটে-বলে নান্দনিক ক্রিকেটের প্রদর্শনী। শুরুতে সাকিব আল হাসান ও মুশফিকুর রহীমের দুর্দান্ত ফিফটি। দুজন দক্ষিণ আফ্রিকার বোলিং তোপ উড়িয়ে গড়লেন বিশ্বকাপে নিজেদের রেকর্ড জুটি। সঙ্গে ঝড় তুললেন মাহমুদউল্লাহ রিয়াদ। বাংলাদেশ তুলে নেয় ওয়ানডেতে নিজেদের সর্বোচ্চ সংগ্রহ। এরপর বোলাররাও বল হাতে দুর্দান্ত লড়লেন। তারই পথ ধরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জয়ে বিশ্বকাপ মিশন শুরু হলো টাইগারদের।
ওভালে রোববার কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলে দক্ষিণ আফ্রিকাকে। কারণ জিততে রেকর্ড গড়তে হতো তাদের। বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো তিনশ ছাড়িয়ে জয় পেল না তারা। বাংলাদেশের বোলাররাই সেরা।
বাংলাদেশের ৩৩০ রানের জবাবে ৮ উইকেটে ৩০৯ রান তুলেই প্রোটিয়রা। ৬৭ রানে ৩ উইকেট শিকার করেন মুস্তাফিজুর রহমান। সাইফউদ্দিন ২ উইকেট শিকার করতে খরচ করেন ৫৭ রান।
এর আগে টস হেরে ব্যাট করতে নেমে ওভালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডেতে প্রথমবারের মতো তিনশ ছাড়ানো সংগ্রহ গড়ে বাংলাদেশ। বাংলাদেশ ৬ উইকেটে তুলে ৩৩০ রান। দেশটির বিপক্ষে তাদের আগের সেরা ২০১৭ সালে কিম্বার্লিতে ২৭৮।
ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের আগের সেরা ছিল পাকিস্তানের বিপক্ষে ৬ উইকেটে ৩২৯ রান। বিশ্বকাপে সেরা ছিল স্কটল্যান্ডের বিপক্ষে গত আসরের ৪ উইকেটে করা ৩২২ রানের ইনিংস। দুটোই এবার টপকালো বাংলাদেশ।
ওভালে শেষের ১০ ওভারে ৮৬ রান তুলে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদ ৩৩ বলে তিন চার ও এক ছক্কায় ৪৬ রানে অপরাজিত। এদিন তৃতীয় উইকেটে ১৪২ রানের জুটি গড়েন সাকিব-মুশফিক। এটিই বিশ্বকাপে যে কোনো উইকেটে বাংলাদেশের সর্বোচ্চ জুটি। বিশ্বকাপে বাংলাদেশের আগের রেকর্ড জুটিতেও ছিলেন মুশফিক। তখন তার সঙ্গী ছিলেন মাহমুদউল্লাহ। ২০১৫ বিশ্বকাপে ইংল্যান্ডের বিপক্ষে গড়েন ১৪১ রানের জুটি।
সাকিব ফেরেন ৭৮ রানে। আর মুশফিকের ব্যাট থেকে আসে ৭৮। সৌম্য সরকার তুলেন ৪২ রান। তবে ম্যাচসেরা সাকিবই। ইনজুরি থেকে ফিরেই জয়ের নায়ক। এদিন ওয়ানডে ক্রিকেটে আড়াইশ উইকেটের মাইলফলকে পা রাখেন তিনি। একইসঙ্গে ৫ হাজার রান আগেই করায় বিরল এক ডাবলে সবার আগে পা রাখেন তিনি।
মাত্র ১৯৯ ম্যাচ খেলেই এই মাইলফলকে পা রাখলেন সাকিব। দুইশর কম ওয়ানডে খেলে এই ডাবল এর আগে কেউ স্পর্শ করতে পারেন নি।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ৩৩০/৬ (তামিম ১৬, সৌম্য ৪২, সাকিব ৭৫, মুশফিক ৭৮, মিঠুন ২১, মাহমুদউল্লাহ ৪৬*, মোসাদ্দেক ২৬, মিরাজ ৫*; এনগিডি ৪-০-৩৪-০, রাবাদা ১০-০-৫৭-০, ফেলুকোয়ায়ো ১০-১-৫২-২, মরিস ১০-০-৭৩-২, মারক্রাম ৫-০-৩৮-০, তাহির ১০-০-৫৭-২, দুমিনি ১-০-১০-০)
দক্ষিণ আফ্রিকা: ৫০ ওভারে ৩০৯/৮ (ডি কক ২৩, মারক্রাম ৪৫, দু প্লেসি ৬২, মিলার ৩৮, ফন ডার ডাসেন ৪১, দুমিনি ৪৫, ফেলুকোয়ায়ো ৮, মরিস ১০, রাবাদা ১৩*, তাহির ১০*; মুস্তাফিজ ১০-০-৬৭-৩, মিরাজ ১০-০-৪৪-১, সাইফ ৮-১-৫৭-২, সাকিব ১০-০-৫০-১, মাশরাফি ৬-০-৪৯-০, মোসাদ্দেক ৬-০-৩৮-০)
ফল: বাংলাদেশ ২১ রানে জয়ী
ম্যাচসেরা: সাকিব আল হাসান
Discussion about this post