তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে দক্ষিণ আফ্রিকার উদ্দেশ্যে শনিবার সকালে ঢাকা ছাড়লেন মাশরাফি বিন মতুর্জা। বাংলাদেশ অধিনায়কের সঙ্গে একই বিমানে উড়লেন সাকিব আল হাসান, নাসির হোসেন ও নতুন মুখ সাইফউদ্দিন। ওয়ানডে দলের চার ক্রিকেটারদের ঢাকা ছাড়ার কথা ছিল সোমবার। কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতেই আগে যাচ্ছেন তারা। ১২ অক্টোবর ম্যাচটি খেলতে চাইছেন মাশরাফি।
শনিবার সকাল সোয়া ১০টার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এমিরেটসের একটি ফ্লাইটে প্রথমে দুবাই যাচ্ছেন। তারপর দুবাই থেকে দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে পৌঁছাবেন। ৮ অক্টোবর দলের সঙ্গে যোগ দেবেন এই চার ক্রিকেটার। তারা যোগ দেয়ার পর টেস্ট সিরিজ শেষে দক্ষিন আফ্রিকা থেকে দেশে ফিরবেন শফিউল ইসলাম, শুভাশিস রায় ও তাইজুল ইসলাম। শেষ মুহুর্তে ওয়ানডে দলে হঠাৎ ডাক পাওয়ায় মুমিনুল হক দলের সঙ্গেই থেকে যাবেন।
১২ অক্টোবর ব্লুমফন্টেইনে ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ দিয়ে শুরু হবে মাশরাফির প্রোটিয়া মিশন। তারপর ১৫ অক্টোবর কিম্বার্লিতে প্রথম ওয়ানডে। দক্ষিণ আফ্রিকার সঙ্গে দ্বিতীয় ওয়ানডে হবে ১৮ অক্টোবর, ভেন্যু পার্ল। ২২ অক্টোবর ইস্ট লন্ডনে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে অনুষ্ঠিত হবে।
এর একদিন পরই ঢাকায় ফিরবেন মাশরাফি। তবে টি-টুয়েন্টি সিরিজের জন্য সেথানেই থেকে যাবেন তার সতীর্থরা। ২০ ওভারের ক্রিকেটে টাইগারদের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।
বাংলাদেশ ওয়ানডে দল
মাশরাফি বিন মুর্তজা (অধিনায়ক), সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, তামিম ইকবাল, ইমরুল কায়েস, নাসির হোসেন, সাব্বির রহমান, সৌম্য সরকার, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, মোহাম্মদ সাইফউদ্দিন, রুবেল হোসেন, তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান।
Discussion about this post