ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চার-ছক্কায় রীতিমতো রান ফোয়ারা ছুটিয়েছিলেন তিনি! মনে হচ্ছিল তার টর্নেডোতে জয় নিয়ে মাঠ ছাড়বে শ্রীলঙ্কা। থিসারা পেরেরা দারুণ লড়লেন। তবে হাসিমুখে তরী বন্দরে নোঙর করতে পারেন নি তিনি। ছক্কা বৃষ্টিতে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরির দেখা পেলেো্ দলকে জেতানো হয়নি। তাকে ফিরিয়ে আনন্দে মাতে নিউজিল্যান্ড। কারণ ম্যাচের সঙ্গে সিরিজ জয় নিশ্চিত করেছে স্বাগতিকরা।
শনিবার মাউন্ট মঙ্গানুইতে ২১ রানে জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। ৩২০ রানের লক্ষ্যে খেলতে নেমে ২৯৮ রানে আটকে যায় শ্রীলঙ্কা। পেরেরার ৭৪ বলে ১৪০ রানের ইনিংসেও শেষ রক্ষা হল না।
এমনিতে জবাব দিতে নেমে শুরুটা ভয়াবহ খারাপ ছিল শ্রীলঙ্কার। দানুশকা গুনাথিলাকা ছাড়া ভালো করতে পারেননি প্রথম ছয় ব্যাটসম্যান। ৭৩ বলে এই ওপেনারের ৭১ রানের পরও ১২৮ রানে ৭ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় দলটি। এরপর একাই পেরেরা ম্যাচটা জমিয়ে তুলেন।
শুরুতে লাসিথ মালিঙ্গার সঙ্গে অষ্টম উইকেটে ৭৫ রানের জুটি গড়েন। মালিঙ্গা ১৭ রান করে ফিরলে ভাঙে এই জুটি। নবম উইকেটে লাকশান সান্দক্যানের সঙ্গে থিসারা গড়েন ৫১ রানের জুটি। দশম উইকেটে নুয়ান প্রদিপের সঙ্গে আসে ৪৪ রান।
শেষ দিকে টিম সাউদির এক ওভারে চারটি ছয় হাঁকিয়ে জয়ের সমীকরণ সহজ করে ফেলেছিলেন থিসারা। কিন্তু শেষ পর্যন্ত ৪ ওভারে প্রয়োজনীয় ২৬ রান আর নিতে পারেননি এই ব্যাটসম্যান। ম্যাট হেনরির বলে ট্রেন্ট বোল্টের হাতে ক্যাচ দিয়ে ১৪০ রানে থামেন তিনি।
এর আগে কলিন মানরো করেন ৮৭ রান। রস টেলর আউট ৯০ রানে। জেমস নিশাম ৩৭ বলে করেন ৬৪। তবে হেরেও ম্যাচসেরা থিসারা পেরেরা।
সংক্ষিপ্ত স্কোর-
নিউজিল্যান্ড: ৫০ ওভারে ৩১৯/৭ (গাপটিল ১৩, মানরো ৮৭, উইলিয়ামসন ১, টেইলর ৯০, নিকোলস ৩২, নিশাম ৬৪, সাইফার্ট ২২, সাউদি ১*; মালিঙ্গা ২/৪৫, প্রদিপ ১/৫৯, গুনাথিলাকা ০/১০, থিসারা ০/৬৯, সান্দাক্যান ০/৫৬, প্রসন্ন ০/৩৪, গুনারত্নে ০/৪০)
শ্রীলঙ্কা: ৪৬.২ ওভারে ২৯৮ (ডিকভেলা ৯, গুনাথিলাকা ৭১, কুসল পেরেরা ৪, মেন্ডিস ২০, চান্দিমাল ৩, গুনারত্নে ৬, থিসারা ১৪০, প্রসন্ন ০, মালিঙ্গা ১৭, সান্দাক্যান ৬, প্রদিপ ৩*; বোল্ট ১/৬১, সাউদি ১/৬৮, হেনরি ২/৫২, উইলিয়ামসন ০/৮, সোধি ৩/৫৫, নিশাম ২/৪৮)
ফল: নিউজিল্যান্ড ২১ রানে জয়ী
ম্যাচসেরা: থিসারা পেরেরা
Discussion about this post