ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপ মিশন শেষে কয়েকদিন আগেই দেশে ফিরেছে বাংলাদেশ দল। এবার সেই পথেই ত্রিদেশীয় সিরিজ খেলতে সোমবার ইংল্যান্ড যাচ্ছেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। সেখানে তাদের প্রতিপক্ষ স্বাগতিক ইংল্যান্ড ও ভারত।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে আসন্ন ত্রিদেশীয় সিরিজে নেতৃত্ব দেবেন আকবার আলী। তার সহকারী তৌহিদ হৃদয়।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশের যুবার খেলার সুযোগ পাবে ৮টি ওয়ানডে। চারটি একদিনের ম্যাচ খেলবে স্বাগতিক ইংল্যান্ড আর বাকি চারটি ভারতীয় যুবাদের বিপক্ষে।
আগামী ১৮ জুলাই ইয়ং লায়নের বিপক্ষে লাফবরোতে প্রস্তুতি ম্যাচের মাধ্যমে জুনিয়র টাইগারদের ইংলিশ সফর শুরু হবে। এরপর ২২ জুলাই মূল সিরিজের প্রথম ম্যাচে মাঠে নামবেন তারা ইংল্যান্ডের বিপক্ষে। এদিকে পরের দুই ম্যাচে ২৪ ও ২৭ জুলাই ভারতের বিপক্ষে খেলবে টাইগার জুনিয়ররা। ২৮ জুলাই ইংল্যান্ড, ৩০ জুলাই ভারত, ১ ও ৫ আগস্ট ইংল্যান্ডের বিপক্ষে লড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। লিগ পর্বে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ফাইনালে মুখোমুখি হবে ১১ আগস্ট।
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল:
আকবার আলী (অধিনায়ক), তৌহিদ হৃদয় (সহ অধিনায়ক), তানজিদ হাসান, মোহাম্মদ প্রান্তিক, শরিফুল ইসলাম, পারভেজ হোসেন, শামিম হোসেন, শাহাদাত হোসেন, রকিবুল হাসান, রিশাদ হোসেন, মৃতঞ্জয় চৌধুরী, অভিষেক দাস, মাহমুদুল হাসান, তানজিম হাসান ও শাহীন আলম।
Discussion about this post