ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
মঙ্গলবার বিশ্বকাপ দল ঘোষণার পাশাপাশি ত্রিদেশীয় সিরিজের দলও ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ৩০ মে শুরু হবে বিশ্বকাপ। তার ঠিক আগ দিয়ে আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে একটি ত্রিদেশীয় সিরিজে মাঠে নামবে বাংলাদেশ ক্রিকেট দল।
ডাবলিনে ৫ মে শুরু লড়াই স্বাগতিক আয়ারল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ম্যাচ দিয়ে। বাংলাদেশের প্রথম ম্যাচ ৭ মে। প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজ। ৯ মে দ্বিতীয় ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে সাকিব তামিমরা।
এই দলে বিশ্বকাপের ক্রিকেটার ছাড়াও আছেন ইয়াসির আলী চৌধুরী ও নাইম হাসান। দু’জনই প্রথমবারের মতো ডাক পেলেন জাতীয় দলে।
ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দল-
মাশরাফি বিন মতুর্জা (অধিনায়ক), তামিম ইকবাল, সৌম্য সরকার, লিটন দাস, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান (সহ-অধিনায়ক), মোহাম্মদ মিঠুন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদি হাসান মিরাজ, সাইফউদ্দীন, মোস্তাফিজুর রহমান, রুবেল হোসেন, আবু জায়েদ রাহি, ইয়াসির আলি রাব্বি ও নাইম হাসান।
Discussion about this post