আফগানিস্তানের পাকতিকা প্রদেশের আরগুন জেলায় বিমান হামলায় তিন স্থানীয় ক্রিকেটার নিহত হয়েছেন। এই মর্মান্তিক ঘটনার পর প্রতিবেশী পাকিস্তানের মাটিতে অনুষ্ঠিত হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)।
আগামী ১৭ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত পাকিস্তানের রাওয়ালপিন্ডি ও লাহোরে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এই ত্রিদেশীয় সিরিজের। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) আয়োজন করছিল এই টুর্নামেন্ট, যেখানে পাকিস্তান, শ্রীলঙ্কা ও আফগানিস্তান অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু আরগুন জেলায় প্রাণ হারানো ক্রিকেটারদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং ঘটনাটির প্রতিবাদে অংশগ্রহণ বাতিল করেছে আফগানিস্তান।
গতকাল রাতে নিজেদের সামাজিক যোগাযোগমাধ্যম ‘এক্স’-এ দেওয়া বিবৃতিতে এসিবি জানায়, ‘পাকতিকা প্রদেশের আরগুন জেলার সাহসী ক্রিকেটারদের মৃত্যুর ঘটনায় আফগানিস্তান ক্রিকেট বোর্ড গভীর শোক প্রকাশ করছে। তাঁরা পাকিস্তানি বাহিনীর কাপুরুষোচিত হামলায় প্রাণ হারিয়েছেন।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘হৃদয়বিদারক এ ঘটনায় আরগুন জেলার তিন ক্রিকেটার- কবির, সিবঘাতুল্লাহ ও হারুন-সহ আরও পাঁচজন নিহত হয়েছেন, আহত হয়েছেন সাতজন।’
এসিবির দাবি অনুযায়ী, নিহতরা পাকতিকা প্রদেশের রাজধানী শারানায় একটি প্রীতি ম্যাচ খেলে বাড়ি ফেরার সময় হামলার শিকার হন। এই ঘটনার প্রতিবাদে আফগানিস্তান ক্রিকেট বোর্ড জানিয়েছে, ‘মর্মান্তিক এ ঘটনায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ও ন্যায়বিচারের দাবিতে আফগানিস্তান ক্রিকেট বোর্ড আসন্ন ত্রিদেশীয় সিরিজে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
এটি হতে পারত আফগানিস্তানের পাকিস্তানের মাটিতে প্রথম ত্রিদেশীয় সিরিজে অংশগ্রহণ। সূচি অনুযায়ী, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যকার উদ্বোধনী ম্যাচ হওয়ার কথা ছিল ১৭ নভেম্বর, দ্বিতীয়টি ২৩ নভেম্বর। কিন্তু হামলার পর দুই দেশের কূটনৈতিক ও ক্রিকেট সম্পর্ক নতুন করে সংকটে পড়েছে।
এই ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন আফগানিস্তান দলের অধিনায়ক রশিদ খানও। নিজের এক্স হ্যান্ডলে তিনি লিখেছেন, ‘পাকিস্তানি বিমান হামলায় নারী, শিশু ও তরুণ ক্রিকেটারদের মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। এটি বর্বরতাপূর্ণ, অমানবিক ও নীতিবিবর্জিত কাজ।’ তিনি আরও বলেন, ‘আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সিরিজ থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্তকে আমি স্বাগত জানাই। জাতীয় মর্যাদার চেয়ে বড় কিছু হতে পারে না।’
রশিদ শুধু সমর্থনেই থেমে থাকেননি, বরং পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকেও সরে যাওয়ার ইঙ্গিত দিয়েছেন। লাহোর কালান্দার্সের ট্যাগ সামাজিক মাধ্যমে সরিয়ে দিয়ে তিনি পাকিস্তানের প্রতি প্রতীকী প্রতিবাদ জানিয়েছেন।
এই ঘটনার প্রতি প্রতিক্রিয়া জানিয়েছেন আফগান পেসার ফজলহক ফারুকি ও সাবেক অধিনায়ক মোহাম্মদ নবীও। ফারুকি তার ফেসবুক পোস্টে লেখেন, ‘নিরপরাধ মানুষ ও ঘরোয়া ক্রিকেটারদের হত্যা একটি নৃশংস ও ক্ষমার অযোগ্য অপরাধ।’ নবী বলেছেন, ‘আরগুন জেলার বীর ক্রিকেটারদের মৃত্যু শুধু পাকতিকার নয়, পুরো আফগান ক্রিকেট পরিবারের জন্য গভীর শোকের।’
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) এখনো এ ঘটনার বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি!
Discussion about this post