অনেকটা প্রত্যাশিত ঘটনাই ঘটল। ফেভারিট হিসেবে খেলতে নেমে পঁচা শামুকে পা কাটল। ঢাকা প্রিমিয়ার লিগে মঙ্গলবার লিজেন্ডস অব রূপগঞ্জকে ৬ উইকেটে হারাল অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব।
অবশ্য আগে সুপার সিক্স খেলা নিশ্চিত করেছিল রূপগঞ্জ। এ ম্যাচে হারলেও তাই কোনো সমস্যা হয়নি দলটির। এ অবস্থায় লিগে ১১ ম্যাচে ৭ জয় ও ৪ হারে ১৪ পয়েন্ট নিয়ে তালিকায় দ্বিতীয় স্থানে আছে রূপগঞ্জ। সমান ম্যাচে ৪ জয়ে ৮ পয়েন্ট নিয়ে ১২ দলের মধ্যে ১১তম স্থানে অগ্রণী ব্যাংক ক্রিকেট দল।
মঙ্গলবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমেই বাজে অভিজ্ঞতার মুখে পড়ে লিজেন্ডসরা। ৫৫ রানেই ৫ উইকেট চলে যায়। ম্যাচে ৫০ ওভারে ৯ উইকেটে ২০৪ রান করে দলটি। একাই লড়েন তুষার ইমরান। যদিও ২ রানের জন্য সেঞ্চুরি পেলেন না এই অভিজ্ঞ ক্রিকেটার। ১২১ বলে ৮ চার ও এক ছক্কায় ৯৮ রান তুলে ফিরেন সাজঘরে। ২৭ রান করেন মোশাররফ হোসেন রুবেল।
১০ ওভারে ৪৪ রানে ৪ উইকেট নেন পেসার আল-আমিন। আরেক পেসার শফিউল ইসলাম ৩৬ রানে নেন ২ উইকেট। স্পিনার আব্দুর রাজ্জাকের শিকার ২ উইকেট।
জবাব দিতে নেমে সৌম্য সরকার ৬৬ বলে ২৪ রান করেন। শাহরিয়ার নাফীস ১০৩ বলে ১০ চারে ৮২ রান করেন। শামসুল ৪১ রানে ফিরেন। ৪৯ রানে অপরাজিত ধীমান ঘোষ। রূপগঞ্জের আসিফ হাসান নেন ৪৬ রানে ২ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর:
লিজেন্ডস অব রূপগঞ্জ: ৫০ ওভারে ২০৪/৯ (পাপ্পু ৯, মজিদ ০, নাইম ১৭, মুশফিক ২১, নাঈম ৪, তুষার ৯৮, মোশাররফ ২৭, নাজমুল ৬, আসিফ ১৩, রাসেল ৩*, শহীদ ৫*; শফিউল ২/৩৬, আল আমিন ৪/৪৪, রাজ্জাক ২/৩৩, রিশি)
অগ্রনী ব্যাংক: ৪৭.১ ওভারে ২১০/৪ (নাফীস ৮২, সৌম্য ২৪, সালমান ২, শামসুল ৪১, ধীমান ৪৯* রিশি ৭*; শহীদ ১/৬০, নাঈম ০/২৭, মোশাররফ ০/৪৫, আসিফ ২/৪৬, রাসেল ০/২৩)
ফল: অগ্রনী ব্যাংক ৬ উইকেটে জয়ী
ম্যাচসেরা: শাহরিয়ার নাফীস
Discussion about this post