ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সব ঠিকঠাক মতোই চলছিল। কিন্তু হঠাৎ করেই ছন্দপতন! মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামেও করোনার হানা।
অন্য ৫ বিভাগীয় শহরের মতো হোম অক ক্রিকেটেও চলছিল অনুশীলন। ব্যস্ত ছিলেন মুশফিকুর রহিম ও তামিম ইকবালরা। কিন্তু এই মাঠে শুক্রবার থেকে তিনদিনের জন্য অনুশীলন বন্ধ।
বোর্ড থেকে জানানো হলো-রোববার পর্যন্ত ক্রিকেটারদের অনুশীলন হবে না। কারণ শেরে বাংলায় ক্রিকেটারদের অনুশীলনেও করোনা হানান। স্বস্তির খবর ক্রিকেটারদের কেউ আক্রান্ত হননি। বিসিবি সুত্রে জানা গেল- তিনজন সাপোর্টিং স্টাফ করোনা আক্রান্ত। এরা হলেন-একজন করে ট্রেনার, ফিজিও ও মাঠকর্মী। এ কারণেই ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন পরবর্তী তিনদিনের জন্য বন্ধ রেখেছে বিসিবি।
স্টাফদের নাম অবশ্য জানায়নি বিসিবির সুত্র। তবে ক্রিকেটারদের স্বাস্থ্য ঝুঁকির কথা কিন্তা করে অনুশীলন বন্ধ করার সিদ্ধান্ত নেয়া হয়েছে। সব ঠিক থাকলে আগামী সোমবার থেকে ফের শেরেবাংলায় অনুশীলন শুরু হবে।
শ্রীলঙ্কা সফর সামনে রেখেই চলছে ক্রিকেটারদের ব্যক্তিগত অনুশীলন। লঙ্কায় প্রথম টেস্ট হওয়ার কথা ২৩ অক্টোবর। ভেন্যু ক্যান্ডি। এরপর একই ভেন্যুতে দ্বিতীয় টেস্ট শুরু ৩১ অক্টোবর। কলম্বোতে সিরিজের শেষ টেস্ট খেলবে ৮ নভেম্বর।
সবকিছু ঠিক থাকলে নিষেধাজ্ঞা কাটিয়ে দ্বিতীয় টেস্টেই খেলার কথা সাকিব আল হাসানের। যিনি শনি-রবিবারের মধ্যে সাভারের বিকেএসপিতে শুরু করবেন একক অনুশীলন।
Discussion about this post