বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) বড় রদ বদল এনেছে নানা জায়গায়। জাতীয় দলের জন্য তিন ফরম্যাটে তিনজন সহ-অধিনায়কের নাম ঘোষণা করার পাশাপাশি বিভিন্ন কমিটির দায়িত্বে বড় ধরনের রদবদল করেছে বোর্ড।
টেস্ট ক্রিকেটে নাজমুল হোসেন শান্তের সহকারী হিসেবে দায়িত্ব পেয়েছেন মেহেদী হাসান মিরাজ, ওয়ানডেতে মিরাজের সহকারী হয়েছেন শান্ত এবং টি-টোয়েন্টি ফরম্যাটে লিটন দাসের সহকারী হিসেবে নিয়োগ পেয়েছেন সাইফ হাসান।
বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে যে শান্ত বর্তমান আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্র শেষ না হওয়া পর্যন্ত টেস্ট অধিনায়কের দায়িত্বে থাকবেন। মিরাজকে এক বছরের জন্য ওডিআই দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে, আর লিটন দাসকে ২০২৬ সালের আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত দলের দায়িত্ব দেওয়া হয়েছে।
এদিকে, বিসিবির নারী ক্রিকেট উইংয়ের নতুন চেয়ারপার্সন হিসেবে নিয়োগ পেয়েছেন রুবাবা দৌলা। তিনি এতদিন দায়িত্বে থাকা আব্দুর রাজ্জাক রাজের স্থলাভিষিক্ত হয়েছেন, যদিও রাজ ভাইস চেয়ারম্যান হিসেবে নারী উইংয়ে তার দায়িত্ব চালিয়ে যাবেন।
রাজ্জাককে নতুন করে হাই-পারফরফরমান্স ইউনিটের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। যা আগে সাবেক অধিনায়ক খালেদ মাসুদের তত্ত্বাবধানে ছিল। খালেদ মাসুদকে এবার গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। যেখানে তিনি বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের স্থলাভিষিক্ত হয়েছেন।









Discussion about this post