মুস্তাফিজুর রহমানের ভক্তদের জন্য সুখবর। কাটার মাস্টার সেই পুরনো ছন্দ ফিরে পাওয়ার পথে আছেন। ৭ মার্চ গলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টেই মাঠে নামতে তৈরি তিনি। নিউজিল্যান্ড মাঠে নামলেও যে জড়তা ছিল তা কেটে গেছে। শনিবার মিরপুর শের-ই-বাংলা জাতীয় স্টেডিয়ামে শ্রীলঙ্কা সিরিজের প্রস্তুতির ফাঁকে আত্মবিশ্বাসী কথা শোনালেন তিনি। দলে ফেরার অনুভূতি প্রকাশ করতে গিয়ে বলেন, ‘চোট থেকে ফিরে নিউজিল্যান্ড সফরে গিয়েছিলাম। কিন্তু সেখানে টেস্টে খেলতে পারিনি। ইনজুরি থেকে ফেরার পর খেলার অভ্যাস ছিল না। ভারতে যেতে পারিনি, তবে দুটি বিসিএল ম্যাচ খেলেছি। সব মিলিয়ে ভালো লাগছে।
শ্রীলঙ্কার সফরটা বেশ দীর্ঘ। দুই টেস্ট, তিন ওয়ানডে আর দুই টি-টুয়েন্টি। তবে প্রস্তুত মুস্তাফিজ। এই বিস্ময় বোলার বলছিলেন, ‘টেস্ট দলে জায়গা পেয়েছি। ওয়ানডে ও টি-টুয়েন্টিতে থাকবো কিনা জানি না। সুযোগ পেলে আমার সেরাটা দেয়ার চেষ্টা করবো।’
২০১৫ সালের জুলাইয়ে চট্টগ্রামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট অভিষেক তার। সেখানে তুলে নেন হাশিম আমলার উইকেট। এবার পুরনো সেই ছন্দ ফিরে পেতে তৈরি দ্য ফিজ!
এদিকে শুক্রবার ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ক্রিকইনফোর বর্ষসেরা টি-টুয়েন্টি ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন মুস্তাফিজ। শনিবার তার হাতে তুলে দেওয়া হয় সেই ট্রফি। তার হাতে ট্রফি তুলে দেন ক্রিকইনফোর বাংলাদেশ প্রতিনিধি মোহাম্মদ ইসাম। গতবার ক্রিকইনফোর সেরা অভিষিক্ত ক্রিকেটারের পুরস্কার জিতেছিলেন তিনি। এবার এই ক্যাটাগরিতে পুরস্কার সেরা মেহেদী হাসান মিরাজ।
Discussion about this post