ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হেড কোচ পেয়ে গেছে বাংলাদেশ ক্রিকেট দল। কিন্তু টেস্ট দলের ব্যাটিং কোচ এখনো পাওয়া যায়নি। নির্ভরযোগ্য কাউকে খুঁজে পায়নি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এ অবস্থায় নেইল ম্যাকেঞ্জিকেই বাড়তি দায়িত্ব দিচ্ছে বিসিবি। যদিও ওয়ানডে ও টি- টুয়েন্টি দলের দায়িত্বে রয়েছেন তিনি। টেস্ট দলের জন্য ব্যাটিং কোচ হিসেবে নতুন আর কাউকে না খুঁজতে চাইছে না বিসিবি। আপাতত ম্যাকেঞ্জিকেই তিন ফরমেটেই বাংলাদেশ দলের ব্যাটিং কোচ করতে চাইছে বিসিবি।
আগামী নভেম্বরে ভারত সফরের টেস্ট সিরিজের প্রথম টেস্টে দলের সঙ্গে ব্যাটিং কোচ হিসেবে থাকতে রাজি হয়েছেন ম্যাকেঞ্জি। বিসিবির টিম অপারেশন্স কমিটির চেয়ারম্যান আকরাম খান জানাচ্ছিলেন- টেস্ট দলের ব্যাটিং কোচ হিসেবেও নেইল ম্যাকেঞ্জির সঙ্গে শিগগিরই চুক্তি হবে।
এই প্রসঙ্গে শনিবার আকরাম খান জানালেন, ‘দেখুন, ভারত সফরের জন্য আমাদের জাতীয় দলের ক্যাম্প শুরু হবে ২৫ অক্টোবর। ম্যাকেঞ্জি সিরিজের আগেই আসবে। প্রথম টেস্টেই থাকবে। আমরা যেটি আলাপ আলোচনা করছি যে, একই কোচ যদি লাল এবং সাদা বল দুটোতেই থাকে সেটা দলের জন্য ভালো। আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। সে আপাতত প্রথম টেস্টে থাকবে, তবে দ্বিতীয় টেস্টে বলা যাচ্ছে না। আমরা এটি নিয়ে আলোচনা করবো। ওর সঙ্গে চুক্তি শুধু টি-টুয়েন্টি এবং ওয়ানডেতে, টেস্টে ওর সঙ্গে চুক্তি নেই আমাদের। তবে আমরা চেষ্টা করছি। এখনও চূড়ান্ত হয়নি।’
২০১৬ সালের ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার ব্যাটিং কোচের দায়িত্ব পেয়েছিলেন ম্যাকেঞ্জি। ২০১৮ সালে বাংলাদেশের সাউথ আফ্রিকা সফরের সময়ও ছিলেন প্রোটিয়াদের ব্যাটিং কোচ। এখন আছেন টাইগারদের সঙ্গে।
আগামী ৩ নভেম্বর দিল্লিতে প্রথম টি-টুয়েন্টি দিয়ে ভারত সফর শুরু হবে বাংলাদেশের। তিন ম্যাচের টি-টুয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি শুরু করবে ২৫ অক্টোবর। এই ক্যাম্প দিয়ে সাকিব আল হাসানদের সঙ্গে কাজ শুরু করবেন স্পিন বোলিং কোচ ড্যানিয়েল ভোট্টোরি।
Discussion about this post