ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বিশ্বকাপের সেমি-ফাইনাল থেকে বিদায়ের দুঃস্বপ্ন পেছনে ফেলার পালা! পুর্ণাঙ্গ সিরিজ খেলতে এবার ভারতীয় দল যাচ্ছে ওয়েস্ট ইন্ডিজ। সেই সিরিজকে সামনে রেখে তিন ফরম্যাটের দল ঘোষনা করেছে দলটি। ক্যারিবিয়ান সফরে তিনটি টি-টুয়েন্টি, তিনটি ওয়ানডে ও দু’টি টেস্ট ম্যাচ খেলবে তারা।
বিশ্বকাপের পরপরই ভারতীয় মিডিয়ায় অধিনায়ক পরিবর্তনের গুঞ্জণ উঠলেও শেষ পর্যন্ত তিন ফরম্যাটেই অধিনায়ক বিরাট কোহলি। আরেক আলোচিত ক্রিকেটার মহেন্দ্র ধোনি নেই দলে। ধোনির বিকল্প দলে রিশব পান্ত।
নতুন মুখ হিসেবে দলে জায়গা করে নিয়েছেন ২৬ বছর বয়সী পেসার নবদীপ সাইনি। ডানহাতি এই পেসার টি-টুয়েন্টি আর ওয়ানডে স্কোয়াডে আছেন। পেসার ভুবনেশ্বর কুমার টি-টোয়েন্টি, ওয়ানডের স্কোয়াডে থাকলেও নেই টেস্টের স্কোয়াডে। অন্যদিকে শুধু টেস্টের স্কোয়াডে রাখা হয়েছে পেসার জসপ্রিত বুমরাহকে।
৩ অগাস্ট ফ্লোরিডায় প্রথম টি-টুয়েন্টি দিয়ে সফর শুরু হবে ভারতের।
টি-টুয়েন্টি দল
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শেখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়ার্স আইয়াার, মানিশ পান্ডে, রিশব পান্ত (উইকেটরক্ষক), ক্রুনাল পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, রাহুল চাহর, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, দীপক চাহার, নবদীপ শাইনি।
ওয়ানডে দল
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা (সহ-অধিনায়ক), শেখর ধাওয়ান, লোকেশ রাহুল, শ্রেয়ার্স আইয়ার, মানিশ পান্ডে, রিশব পান্ত (উইকেটরক্ষক), রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, যুগবেন্দ্র চাহাল, কেদার যাদব, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, খলিল আহমেদ, নবদীপ শাইনি।
টেস্ট দল
বিরাট কোহলি (অধিনায়ক), অজিঙ্কা রাহানে (সহ-অধিনায়ক), মায়াঙ্ক আগারওয়াল, লোকেশ রাহুল, চেতেশ্বর পূজারা, হনুমা বিহারি, রোহিত শর্মা, ঋষভ পান্ত (উইকেটরক্ষক), ঋদ্ধিমান সাহা (উইকেটরক্ষক), রবিচন্দন অশ্বিন, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, জসপ্রিত বুমরাহ, উমেশ যাদব।
Discussion about this post