শেষ পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে তিন পেসার নিয়ে খেলছে বাংলাদেশ। বৃহস্পতিবার দুপুর দুইটায় শুরু হওয়া টেস্টে টাইগারদের একাদশে নেই রুবেল হোসেন। ভিসা জটিলতা কাটিয়ে দিন-দুয়েক আগে দলের সঙ্গে যোগ দেন তিনি। বাংলাদেশ দলের একাদশে রয়েছেন সাব্বির। তিন পেসার নিয়ে বাংলাদেশ খেলছে। আছেন তাসকিন, মুস্তাফিজ ও শফিউল ইসলাম।
প্রস্তুতি ম্যাচে ভালো খেলতে না পারলেও দলে জায়গা পেলেন উইকেটকিপার লিটন দাস। তিনি পচেফ্স্ট্রুমে উইকেটকিপার হিসেবেই খেলবেন। মুশফিক স্পেশালিস্ট ব্যাটসম্যান। তাকে চাপমুক্ত রাখতেই নেয়া হয়েছে লিটনকে।
চোটের কারণে একাদশ থেকে বাদ সৌম্য সরকার। দলে একমাত্র স্পিনার হিসেবে রয়েছেন মেহেদী হাসান মিরাজ। সাকিব আল হাসান না থাকায় বড় দ্বায়িত্ব পালন করতে হবে তাকে। গত মার্চের পর টেস্ট দলে নিজের জায়গা ফিরে পেয়েছেন মাহমুদউল্লাহ রিয়াদ।
এই দল নিয়ে প্রোটিয়াদের বিপক্ষে লাঞ্চের আগে সাফল্য পায়নি দল। টস জিতে ফিল্ডিং নিয়ে কোন লাভই হল না। লাঞ্চের সময় ২৭ ওভারে কোনো উইকেট না হারিয়ে স্বাগতিকদের সংগ্রহ ৯৯ রান। ৫৬ রান এলগারের। সঙ্গী মার্করামের সংগ্রহ ৪৩।
প্রথম টেস্টে বাংলাদেশ একাদশ-
তামিম ইকবাল, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ, লিটন দাস, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শফিউল ইসলাম।
Discussion about this post