শেষ পর্যন্ত গুঞ্জনই সত্য হল। নির্বাচনের কারণে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ভেন্যু বদলে যাচ্ছে। প্রথম পর্যায়ে খেলা হবে সংযুক্ত আরব আমিরাতে। এরপর বাংলাদেশেও হতে পারে ২০ ওভারের সেই ধুন্ধুমার লড়াই । তাহলে তিন দেশে হতে যাচ্ছে আইপিএল। পর্যাপ্ত নিরাপত্তা না পাওয়ায় আইপিএলের ভেন্যু সরিয়ে নিয়েছেন আয়োজকরা। বুধবার সেটা নিশ্চিত করেছেন তারা।
আগামী ১৬ এপ্রিল থেকে প্রথম ভাগের খেলা শুরু হচ্ছে আমিরাতে। ১৬ ম্যাচ হবে সেখানে। চলবে ৩০ এপ্রিল পর্যন্ত। ভারতীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় নির্বাচনের সময় নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে বাংলাদেশে হবে দ্বিতীয় পর্যায়ের খেলা। সুচী অনুযায়ী ১ থেকে ১২ মে পর্যন্ত ম্যাচগুলো হবে বাংলাদেশ। তৃতীয় ও শেষ পর্যায়ের ম্যাচগুলো হবে ভারতেই। সপ্তম আইপিএলের ফাইনাল হবে ১ জুন।
আইপিএলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ থেকে ১২ মে পর্যন্ত ভারত সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নির্বাচনকালীন নিরাপত্তা চেয়েছে বিসিসিআই। ভারতে নির্বাচনের শেষ হবে ১২ মে।
Discussion about this post