ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
নতুন এক মাইলফলকের সামনে দাঁড়িয়ে মাশরাফি বিন মর্তুজা। আর মাত্র ৩ উইকেট পেলেই অনন্য এক কীর্তিতে ভাগ বসাবেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। অধিনায়ক হিসেবে ১০০ উইকেট পাওয়ার অনন্য কীর্তি গড়ে ওয়াসিম আকরাম, শন পোলক ও ইমরান খানের চলে যাবেন তিনি।
ওয়াসিম আকরাম পাকিস্তানের অধিনায়ক হিসেবে ১০৯ ম্যাচ খেলে নেন ১৫৮ উইকেট। দক্ষিণ আফ্রিকার সাবেক পেস অলরাউন্ডার শন পোলক অধিনায়ক হিসেবে ৯৭ ম্যাচ নিয়েছেন ১৩৪ উইকেট। পাকিস্তানের বিশ্বকাপজয়ী অধিনায়ক ইমরান খান ১৩৯ ম্যাচে তুলে নেন ১৩১ উইকেট।
আয়ারল্যান্ডে চলতি ত্রিদেশীয় সিরিজে দুই ম্যাচে বোলিং করে ৬ উইকেট নিয়েছেন মাশরাফি। ওয়ানডেতে অধিনায়ক হিসেবে তার বর্তমান উইকেট সংখ্যা ৯৭। নেতৃত্ব আছেন ৭৫ ম্যাচে।
২ ম্যাচে ৬ উইকেট নেওয়া মাশরাফি সেই তালিকায় প্রবেশের পথে রয়েছেন। গত তিন বছরে বাংলাদেশ দলের সেরা বোলার তিনিই। ৪৭ ম্যাচে নেন ৬১ উইকেট। ৩৬ ম্যাচে ৫৭ উইকেট নিয়ে এরপরই মুস্তাফিজুর রহমান। সাকিব আল হাসান ৪০ ম্যাচে ৪৩ উইকেট নিয়েছেন গত তিন বছরে। সাকিবের চেয়ে ৭ ম্যাচ বেশি খেলে ১৮ উইকেট বেশি নিয়েছেন মাশরাফি।
এবার নতুন এক উচ্চতায় ওয়াসিম, শন পোলক আর ইমরানের পাশা নাম লেখানোর অপেক্ষায় মাশরাফি বিন মর্তুজা!
Discussion about this post