প্রত্যাশা মতো ব্যাটিং হয়নি। টস হেরে ব্যাট করতে নেমে তিনশ ছাড়ানো স্কোর গড়ার পথ পরিস্কার ছিল। কিন্তু শেষটাতে এসে পথ হারাল দল। শেষ অব্দি সিরিজ বাঁচিয়ে রাখার ম্যাচে মাহমুদউল্লাহ রিয়াদ ও তামিম ইকবালের ফিফটিতে ২৯০ রান তুলল বাংলাদেশ।
অথচ শুরুটা ছিল বেশ ভালো। মনে হচ্ছিল বড় ইনিংসই গড়বে দল। কিন্তু এরপরই দিক হারিয়ে প্রত্যাশিত স্কোর করা হয়নি। তিনটি করে ছক্কা ও চারে ৮৪ বলে ৮০ রানে অপরাজিত ছিলেন মাহমুদউল্লাহ। তিনি প্রথম ৫০ বলে করেন ২৭। এরপর রান বাড়িয়েছেন।
অবশ্য শেষটা ভাল হলে স্কোর বাড়তে পারতো। কিন্তু শেষ ওভারে দুটি উইকেট হারায় বাংলাদেশ। ভিক্টর নিয়াউচির প্রথম বলে আউট তাইজুল ইসলাম। এরপর শেষ বলে রান আউট শরিফুল ইসলাম।
হারারে স্পোর্টস ক্লাব মাঠে রোববার সিরিজের দ্বিতীয় ম্যাচে টস হেরে আগে ব্যাটিং করতে নামে দল। তামিম এদিন ৫০ রান করে ফেরেন। বাংলাদেশ অধিনায়ক খেলছিলেন দ্বায়িত্ব নিয়েই। শুরুতে রানরেট ছয়ের উপরে ছিল। মুশফিকুর রহিম ও নাজমুল হোসেন শান্তর ৫০ রানের জুটি গড়ে এগিয়ে নিতে থাকেন দলকে। মুশফিক ২৫ ও শান্ত ৩৮ রানে ফেরেন। এরপর মাহমুদউল্লাহ-আফিফ গড়েন ৮১ রানের জুটি। আফিফ ৪১ রানে আউট হলেও মাহমুদউল্লাহ ৮০ রানে অপরাজিত।
জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন সিকান্দার রাজা।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ২৯০/৯ (তামিম ৫০, এনামুল ২০, শান্ত ৩৮, মুশফিক ২৫, মাহমুদউল্লাহ ৮০*, আফিফ ৪১, মিরাজ ১৫, তাসকিন ১, তাইজুল ৬, শরিফুল ১; ইভান্স ৭.৪-০-৬৪-০, নিয়াউচি ৮-০-৩৯-১, চিভাঙ্গা ৮.২-০-৪৯-১, রাজা ১০-০-৫৬-৩, মাধেভের ৯-০-৪০-২, জঙ্গুয়ে ৭-০-৪০-০)।
Discussion about this post