ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
একবার দু’বার নয়, মোট তিনবার জীবন পেলেন তিনি। আর সেই সুযোগটা তো কাজে লাগাতেই হয়, তাই করলেন কুশল পেরেরা। তুলে নিলেন শতরান। তার সেঞ্চুরিতে শ্রীলঙ্কা তুলেছে বড় সংগ্রহ। শুক্রবার তৃতীয় ও শেষ ওয়ানডেতে তামিম ইকবালদের সামনে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করিয়েছে লঙ্কানরা।
ছুটির দিনে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ৬ উইকেটে ২৮৬ রান তুলেছে কুশল পেরেরার দল। ৬৬, ৭৯ ও ৯৯ রানে তিনবার জীবন পেয়েছেন পেরেরা। এরপর ১২২ বলে ১২০ রানে ফিরেছেন তিনি। ইনিংসে ছিল ১১টি চার একটি ছক্কা।
এবারের সিরিজে শুক্রবার প্রথমবার টস জিতলেন পেরেরা। শুরুতেই নিলেন ব্যাটিং। এরপর দানুশকা গুনাথিলাকার উদ্বোধনী জুটিতে ভাল শুরু হয় সফরকারীদের। পাওয়ার প্লেতে ১০ ওভারে লঙ্কানরা তুলে ফেলে ৭৭ রান। আর পেরেরা তো থাকলেন ১২০ রানে। ধনাঞ্জয়া ৫৫।
বাংলাদেশের হয়ে দারুণ বোলিং করেন তাসকিন আহমেদ। এই পেসার ৯ ওভারে ৪৬ রান দিয়ে শিকার করেন ৪ উইকেট।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৮৬/৬ (গুনাথিলাকা ৩৯, পেরেরা ১২০, নিসানকা ০, মেন্ডিস ২২, ধনাঞ্জয়া ৫৫*, ডিকভেলা ৭, হাসারাঙ্গা ১৮, রমেশ ৮*; শরিফুল ৮-০-৫৬-১, মিরাজ ১০-০-৪৮-০, মোসাদ্দেক ৩-০-৩২-০, তাসকিন ৯-০-৪৬-৩, মুস্তাফিজ ১০-০-৪৭-০, সাকিব ১০-০-৪৮-০)
Discussion about this post