দেশের মাঠে ভারতকে পাচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। ৪ ডিসেম্বর শুরু সিরিজের প্রথম ওয়ানডে। তারপর আরও দুটি ওয়ানডে ম্যাচ শেষে দুই টেস্টের সিরিজ। এই লড়াই শুরুর আগেই বাংলাদেশ শিবিরে দুঃসংবাদ। বৃহস্পতিবার সকালে জানা যায় ইনজুরিতে ছিটকে গেছেন তাসকিন আহমেদ। দুপুর গড়াতেই তামিম ইকবালকে নিয়েও দুঃসংবাদ এসেছে। ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন তিনি।
তাসকিন আহমেদ অবশ্য পুরো সিরিজের জন্য ছিটকে যাননি। পুরোনো পিঠের ব্যথার কারণে ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে নেই এই পেসার। ওয়ানডে স্কোয়াডে তাসকিনের বিকল্প হিসেবে হিসেবে দলে ডাকা হয়েছে শরিফুল ইসলামকে। অথচ দুর্দান্ত ফর্মে ছিলেন তাসকিন। সবশেষ অস্ট্রেলিয়ায় টি-টুয়েন্টি বিশ্বকাপে টাইগারদের সেরা পারফরমারদের একজন তিনি।
গত বুধবার ভারত সিরিজকে সামনে রেখে মিরপুরে প্রস্ততি ম্যাচ খেলতে নেমেছিল বাংলাদেশ দলের ক্রিকেটাররা। সেই ম্যাচে ব্যাট হাতে সেঞ্চুরি করলেও হাঁটুতে চোট পান তামিম। এটাই বিপাকে ফেলল তাকে। এ অবস্থায় ভারতের বিপক্ষে ওয়ানডেতে তামিমের জায়গায় নেতৃত্বে দেখা যেতে পারে সাকিব আল হাসানকে।
মিরপুরের শেরেবাংলায় ৪ ডিসেম্বর, রোববার ভারতের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে। ৭ ডিসেম্বর একই ভেন্যুতে দ্বিতীয় ম্যাচ। শেষ ম্যাচ হবে ১০ ডিসেম্বর চট্টগ্রামে। দুই দলের দুটি টেস্ট যথাক্রমে শুরু ১৪ ও ২২ ডিসেম্বর।
ভারত সিরিজের জন্য বাংলাদেশ ওয়ানডে দল
তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, এনামুল হক বিজয়, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, আফিফ হোসেন ধ্রুব, ইয়াসির আলি চৌধুরী রাব্বি, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, এবাদত হোসেন চৌধুরী, নাসুম আহমেদ, মাহমুদউল্লাহ রিয়াদ, নাজমুল হোসেন শান্ত ও কাজী নুরুল হাসান সোহান।
Discussion about this post