ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
টিকে থাকবে লড়াইয়ে জয়ের বিকল্প ছিল না রংপুর রেঞ্জার্সের। ঠিক এমনই দৃশ্যপটে ব্যাটে-বলে দাপট উত্তরবঙ্গের দলটির। শুরুতে ফিফটি করলেন মোহাম্মদ নাঈম শেখ। এরপর দুর্দান্ত বোলিং তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের। তিন তরুণের নৈপুণ্যে রাজশাহী রয়্যালসকে অনায়াসে হারাল রংপুর রেঞ্জার্স। লড়াইয়েও টিকে থাকল শেন ওয়াটসনের দল।
মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে মঙ্গলবার ৪৭ রানের বড় জয় তুলে নিয়েছে রংপুর। বঙ্গবন্ধু বিপিএলে ৮ ম্যাচ খেলে তৃতীয় জয় পেল রংপুর। ৬ পয়েন্ট নিয়ে পঞ্চমস্থানে ওঠে এসেছে তারা। পরের পর্বে খেলার সম্ভাবনাও টিকে থাকল তাদের। সমান ম্যাচে ৫ জয়ে ১০ পয়েন্ট রাজশাহীর।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে রংপুর করে ১৮২ রান। জবাব দিতে নেমে রাজশাহী ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে করে ১৩৫ রান। তাসকিন একাই নেন ৪ উইকেট।
বড় স্কোরের জবাবে ব্যাট করতে নেমে দলীয় ১২ রানে আউট আফিফ হোসেন (৭)। তাকে ফেরান তাসকিন আহমেদ। লিটন দাসের (১৫) উইকেটও তুলে নেন এই পেসার। কোন রান না তুলেই শোয়েব মালিক আউট। এই পাকিস্তানিও তাসকিনের হাতে আউট।
অলক কাপালি ২৮ বলে করেন ৩১। রবি বোপারা ১৮ বলে ২৮। অধিনায়ক আন্দ্রে রাসেল ৭ বলে ১৭ রান।
ফরহাদ রেজাকে (০) ফিরিয়ে নিজের চতুর্থ উইকেট তুলে নেন তাসকিন। বোলিং ফিগারটা ৪-০-২৯-৪! মুস্তাফিজুর রহমানেরটা ৪-১-১৬-০।
এর আগে ব্যাট করতে নেমে শেন ওয়াটসন ফেরেন ৭ রানে। বঙ্গবন্ধু বিপিএলে নিজের আগের দুই ম্যাচে করেন ১ ও ৫! মোহাম্মদ নাঈম শেখ ৪০ বলে করেন হাফসেঞ্চুরি। ৪৭ বলে তার ব্যাট থেকে আসে ৫৫ রান। ক্যামরুন ডেলপোর্ট ১৭ বলে ৩১ রান। মোহাম্মদ নবি ১২ বলে ১৬। কোন রান না করেই মোহাম্মদ ইফরানের শিকার ফজলে মাহমুদ।
সংক্ষিপ্ত স্কোর-
রংপুর রেঞ্জার্স: ২০ ওভারে ১৮২/৬ (নাঈম ৫৫, ওয়াটসন ৭, গ্রেগোরি ২৮, নবি ১৬, মাহমুদ ০, আল আমিন ১৫, জহুরুল ১৯*; রাসেল ০.৩-০-১১-০, মালিক ২.৩-০-৬-০, ইরফান ৪-০-৩৫-২, তাইজুল ২-০-২৩-০, আফিফ ৪-০-৪০-২, নাহিদুল ৩-০-১৭-০, কাপালী ১-০-১০-০, রাব্বি ১-০-১৫-১, ফরহাদ ২-০-২৪-১)
রাজশাহী রয়্যালস: ২০ ওভার ১৩৫/৮ (লিটন ১৫, আফিফ ৭, কাপালী ৩১, মালিক ০, বোপারা ২৮, নাহিদুল ১৯, রাসেল ১৭, ফরহাদ ০, তাইজুল ৪*, রাব্বি ৫*; সানি ৪-০-৩২-০, মুস্তাফিজ ৪-১-১৬-০, তাসকিন ৪-০-২৯-৪, গ্রেগোরি ৪-০-২৭-২, নবি ৪-০-২৯-১)
ফল: রংপুর রেঞ্জার্স ৪৭ রানে জয়ী
ম্যাচসেরা: লুইস গ্রেগোরি
Discussion about this post