ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বেচারা তাসকিন আহমেদ। ইনজুরিতে বারবারই সর্বনাশ হচ্ছে এই পেস বোলারের। এবার যেমনটা হলো। তিনি যখন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে খেলার জন্য প্রস্তুত হচ্ছিলেন তখনই কীনা চোটে পড়লেন! গত সোমবার জাতীয় দলের ক্যাম্পে যোগ দিয়ে ফিল্ডিং অনুশীলনে নামেন তাসকিন। সেখানেই বাঁ হাতের একটি আঙুল ফেটে যায় তার। এরপর রাতেই হাতে ৩টি সেলাই দিতে হয়েছে ডানহাতি এই পেসারের।
এ অবস্থায় সেরে উঠতে চাই ৭ থেকে ১০ দিন। তার মানে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের তাসকিনের পাওয়া নিয়ে তৈরি হলো শঙ্কা।
অথচ তিন বছর পর জাতীয় দলে ফিরতে উইন্ডিজ সিরিজের জন্য নিজেকে প্রস্তুত করে নিতে চেষ্টার কমতি ছিল না তাসকিনের। সিরিজের প্রাথমিক স্কোয়াডে নাম আছে ২৫ বছর বয়সী এই পেসারের। ২০ জানুয়ারি প্রথম ওয়ানডে। তার আগেই দুঃসংবাদ!
সোমবার দলীয় অনুশীলনের সময় বল লেগে বাঁ হাতের একটি আঙুলে চোট লাগে তার। সেখানে তিনটি সেলাই দেওয়া হয়েছে। তাসকিনের বর্তমান অবস্থা নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের চিকিৎসক ডা. মনজুর হোসাইন চৌধুরী বলেন, ‘তিন দিন পর আসলে বোঝা যাবে সে শুরুর দিকের ম্যাচ খেলতে পারে কি পারবে না। ৭২ ঘণ্টা আমরা তাকে পর্যবেক্ষণ করব। এ সময় ও অনুশীলন করতে পারবে না। ফ্র্যাকচার হয়নি। শুধু স্কিনের সমস্যা হওয়াতে তাকে নিয়ে আমরা আশাবাদী।’
Discussion about this post