ইনজুরি নিয়ে শঙ্কা থাকলেও ঠিকই বাংলাদেশের বিশ্বকাপ দলে জায়গা পেলেন তাসকিন আহমেদ। তাকে প্রথমবারের মতো দলের সহ-অধিনায়ক করা হয়েছে। প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু আজ মঙ্গলবার ১৫ সদস্যের বাংলাদেশ দল ঘোষণা করেন।
দলে নির্বাচক কমিটি ও টিম ম্যানেজমেন্টের আস্থা পেয়েছেন পেসার তানজিম হাসান। দলে নেই পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফ উদ্দিন। সাইফের জায়গাটি নিয়েছেন তানজিম।
জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য সমাপ্ত সিরিজে দুই ম্যাচ খেলে তানজিমের উইকেট ছিল একটি। এক ম্যাচে চার ওভারে ২৬ রান দিলেও পরের ম্যাচে চার ওভারে দেনন ৪২ রান। সাইফ ৪ ম্যাচ খেলে উইকেট শিকার করেন আটটি, যৌথভাবে যা সিরিজের সর্বোচ্চ। কিন্তু ওভারপ্রতি রান দেন ৯.৩১।
লিটন কুমার দাসের ফর্মে না থাকলেও তাকে রাখা হয়েছে বিশ্বকাপ দলে। বিশ্বকাপের ১৫ জনের স্কোয়াডের বাইরে অতিরিক্ত হিসেবে দলের সঙ্গে যাবেন পেসার হাসান মাহমুদ ও ব্যাটসম্যান আফিফ হোসেন।
৭ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে ডালাসে শুরু বাংলাদেশের বিশ্বকাপ। ১০ জুন দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যাচ নিউ ইয়র্কে। এরপর সেন্ট ভিনসেন্টে লড়াই নেদারল্যান্ডস ও নেপালের সঙ্গে। বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ হবে ২১, ২৩ ও ২৫ মে। বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচও খেলার কথা বাংলাদেশ দলের। ১৫ মে যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ার কথা রয়েছে নাজমুল হোসেন শান্তদের।
বাংলাদেশ বিশ্বকাপ দল
নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাসকিন আহমেদ (সহ-অধিনায়ক), লিটন কুমার দাস, সৌম্য সরকার, তানজিদ হাসান, সাকিব আল হাসান, তাওহিদ হৃদয়, মাহমুদউল্লাহ, জাকের আলি, রিশাদ হোসেন, শেখ মেহেদি হাসান, তানজিম হাসান, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তানভির ইসলাম।
ভ্রমণসঙ্গী রিজার্ভ: হাসান মাহমুদ, আফিফ হোসেন।
Discussion about this post