ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
সাবেক চ্যাম্পিয়ন বলে কথা। শিরোপায় তো চোখ থাকবেই। গতবারের রানার্স আপরা এবার শক্তিশালী দল গড়ার পথে।নতুন মৌসুমে ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) শক্তিশালী দল গঠনের পথে আছে লিজেন্ডস অব রূপগঞ্জ। দলবদলের তৃতীয় দিনে বৃহস্পতিবার তারা টেনেছে তারকা ক্রিকেটার সাব্বির রহমান, সোহাগ গাজী, সানজামুল ইসলাম, আল আমিন হোসেন ও শফিউল ইসলামকে।
রূপগঞ্জে যোগ দিলেন তারকা ক্রিকেটার সাব্বির রহমান। জাতীয় দলের দুই পেসার শফিউল ইসলাম ও আল আমিন হোসেন যোগ দিলেন রূপগঞ্জে। শেখ জামাল ধানমন্ডি ক্লাব ছেড়ে সোহাগ গাজী ও আবাহনী ছেড়ে সানজামুল ইসলাম নতুন ঠিকানা হিসেবে এসেছের লিজেন্ডস অব রূপগঞ্জে।
এর আগে বুধবার জাতীয় দলের টেস্ট ওপেনার সাদমান ইসলাম, পিনাক ঘোষ, আল আমিন হোসেন জুনিয়র, রুহেল আহমেদ ও সামসুল ইসলামকে দলে নিয়েছে রূপগঞ্জ। অভিজ্ঞ আর তরুণদের নিয়ে শক্তিশালী দল গড়ার পথে আছে তারা।
সাদমান গত মৌসুমে খেলেছিলেন শাইনপুকুর ক্রিকেট ক্লাবের হয়ে। সব মিলিয়ে এ বাঁহাতি দলটির হয়ে করেছিলেন ১১ ম্যাচে ৪৬.২০ গড়ে ৪৬২ রান। এরমধ্যে ১ সেঞ্চুরি ও ৪টি হাফসেঞ্চুরি ছিল তার। এ বাহাতির সর্বোচ্চ সংগ্রহ ছিল ১৪৪ রান। এদিকে গত মৌসুমের শেখ জামাল ধানমন্ডি ক্লাবের হয়ে খেলেছিলেন পিনাক ঘোষ। কিন্তু দলটির জার্সিতে তিনি সুযোগ পেয়েছিলেন মাত্র ৫টি ম্যাচে। রান করেছিলেন ১৮.৪০ গড়ে ৯২ রান। তার সর্বোচ্চ ছিল ৪৯ রান।
সবশেষ মৌসুমে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে আল আমিন হোসেন জুনিয়র করেছিলেন সর্বোচ্চ রান। এ ডানহাতি ১১ ম্যাচে ৪৫ গড়ে করেছিলেন ৪৯৫ রান। ১১০ রান ছিল তার সর্বোচ্চ ইনিংস। এদিকে বল হাতে এ স্পিনার ২টি উইকেট।
গত মৌসুমে রুহেল আহমেদ ও সামসুল ইসলাম ছিলেন গাজী গ্রুপ ক্রিকেটার্সে। কিন্তু রুহেল ৩টি ম্যাচে সুযোগ পেলেও সামসুল ছিলেন মাঠের বাইরে। রুহেল ব্যাট হাতে তেমন কিছুই করতে পারেননি। তবে বল হাতে নিয়েছিলেন ৩টি উইকেট।
১৫ মার্চ মাঠে গড়াবে নতুন মৌসুমের ডিপিএল। উদ্বোধনী দিনে লড়াইয়ে নামবে লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রতিপক্ষ ওল্ড ডিওএইচএস।
এবার ঢাকার বাইরে হবে ডিপিএলের প্রথম তিন রাউন্ড। প্রথম তিন রাউন্ড ঢাকার বাইরে আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছে সিসিডিএম। প্রাথমিকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে কক্সবাজার ও চট্টগ্রামে অনুষ্ঠিত হবে ম্যাচগুলো।
Discussion about this post