দলের প্রধান ভরসা এখন তিনিই। দুর্দান্ত ফর্মই তাকে ঘিরে প্রত্যাশাটা বাড়িয়ে দিয়েছে। কিন্তু সেই তামিম ইকবাল দক্ষিণ আফ্রিকা সফরে প্রস্তুতি ম্যাচ খেলতে গিয়েই পড়েন ইনজুরিতে। তার পাশাপাশি সৌম্য সরকারের ইনজুরি দুশ্চিনাতায় ফেলে দেয় টিম ম্যানেজম্যান্টকে। তারা দু’জন খেলতে পারবেন তো ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া সিরিজের প্রথম টেস্টে? এমন শঙ্কার মুখে দাঁড়িয়ে রোববার আশার কথা শুনিয়েছেন টাইগারদের ফিজিও থিহান চন্দ্রমোহন। এই শ্রীলঙ্কান বলছেন, চিন্তার কিছু নেই। পচেফ্স্ট্রুমে প্রথম টেস্টের আগেই সেরে উঠবেন তামিম-সৌম্য।
দক্ষিণ আফ্রিকা আমন্ত্রিত একাদশের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে গত বুধবার মাঠে নামে বাংলাদেশ দল। কিন্তু ব্যাট করতে নেমে ইনিংসের শুরুতেই পেশিতে চোট পেয়ে মাঠ ছাড়েন ওপেনার তামিম। এরপর স্বাগতিকদের বিপক্ষে প্রথম ইনিংসে ফিল্ডিং করার সময় কাঁধে ব্যথা পান সৌম্য। তবে স্বস্তির খবর হল-দ্বিতীয় ইনিংসে আর ব্যাটিংয়ে নামেননি এ বাঁহাতি ওপেনার। আপাতত ইনজুরি শঙ্কা মুক্ত টাইগার দুই ওপেনার।
স্ক্যান রিপোর্টের পরই জানা গেল- তাদের চোট গুরুতর নয়। প্রথম টেস্টেই মাঠে নামতে পারবেন দুই ব্যাটসম্যান। প্রথম টেস্টে দলে দেখা যাবে তাদের।
জানা গেছে তামিম ও সৌম্য রয়েছেন আপাতত বিশ্রামে। টাইগারদের ফিজিও থিহান চন্দ্রমোহন জানালেন, বিশ্রামেই তারা ম্যাচ ফিটনেস ফিরে পাবে। বলছিলেন, ‘ব্যাটিং করতে নেমে পেশিতে হালকা চোট পেয়েছে তামিম। এ সপ্তাহে ও অনুশীলন শুরু করবে। আশা করি তাকে টেস্টে পাওয়া যাবে। ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট পেয়েছে সৌম্য। সাবধানতার জন্য তাকে মাঠের বাইরে রাখা হয়েছে। এরপর চট জলদি অনুশীলন শুরু করবে।’
দক্ষিণ আফ্রিকা সফরে বাংলাদেশ দল দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ম্যাচ ও দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে।
Discussion about this post