একাদশটা যে এমন হচ্ছে সেই ইঙ্গিত মিলেছিল আগেই। অনেক আলোচনা আর নাটকীয়তা শেষে দলে জায়গা পেলেও মুমিনুল হককে নিয়ে কোচ চন্ডিকা হাথুরুসিংহের জেদ-ই ঠিক থাকল। অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টের একাদশে জায়গা হয়নি তার। নাসির হোসেনেই আস্থা রেখেছে টিম ম্যানেজম্যান্ট। তবে মুমিনুলকে একাদশে না রাখার মাশুলটা অবশ্য রোববার সকালেই দিতে হয়েছে দলকে। দলের রান যখন ১০ তখনই ৩ উইকেট হারিয়ে মহা বিপর্যয়ে পড়ে টাইগাররা। ৫০তম টেস্ট খেলা সাকিব আল হাসান ও তামিম ইকবাল প্রতিরোধ না গড়লে হয়তো অন্য গল্প লেখা হতো মিরপুরের হোম অব ক্রিকেটে। দুজনের ব্যাটে পথ পেল বাংলাদেশ।
১১ বছর পর দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে বিপক্ষে ম্যাচে অবশ্য বৃষ্টি চোখ রাঙাছিল। কিন্তু এ রিপোর্ট লেখার সময় রোদ ঝলমলে মিরপুরের আকাশ। সাকিব-তামিম দুজনের ব্যাটেই ফিফটি। দলের রান ১৩৯ ছাড়িয়েছে।
শুধু মুমিনুল নয়, পেস আক্রমণে গত কয়েক টেস্টে নিয়মিত তাসকিন আহমেদ জায়গা পাননি একাদশে। শফিউল ইসলামকে সুযোগ দিয়েছেন নির্বাচকরা।সৌম্য সরকার জায়গা পেলেও ফের ব্যর্থ। তার ব্যাটে মাত্র ৮ রান। ইমরুল কায়েস আর সাব্বির রহমান কোন রানই করতে পারেন নি!
এদিকে অস্ট্রেলিয়া দলে ৭ মাস পর ফিরেছেন উসমান খাজা।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুশফিকুর রহিম (অধিনায়ক), সাকিব আল হাসান, সাব্বির রহমান, নাসির হোসেন, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
অস্ট্রেলিয়া: ডেভিড ওয়ার্নার, ম্যাট রেনশ, স্টিভেন স্মিথ (অধিনায়ক), উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব, গ্লেন ম্যাক্সওয়েল, ম্যাথু ওয়েড, অ্যাশটন অ্যাগার, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, নাথান লায়ন।
Discussion about this post