ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শ্রীলঙ্কা থেকে ফিরে অনুশীলনে নামতে চেয়েছিলেন জাতীয় দলের ক্রিকেটাররা। কিন্তু করোনায় দৃশ্যপট পাল্টে যাওয়ায় সেই সুযোগ পাননি তামিম ইকবাল মুশফিকুর রহিমরা। শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ সামনে রেখে অনুশীলনে নামার কথা থাকলেও তাদের দেখা যায়নি মাঠে। শুক্রবার তামিমদের ছাড়াই মিরপুরে চলেছে অনুশীলন।
এর আগে তিন ওয়ানডের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই দলের ৯ জন শ্রীলঙ্কায় টেস্ট চ্যাম্পিয়নশিপ নিয়ে ছিলেন ব্যস্ত। গত ৪ মে দেশে ফিরেছেন তারা। তারপর থেকেই হোম কোয়ারেন্টাইনে ছিলেন তামিম ইকবাল, মুশফিকুর রহিম, লিটন দাস, তাসকিন আহমেদ, নাজমুল হোসেন শান্ত, তাইজুল ইসলাম, শরিফুল ইসলাম, মোহাম্মদ মিঠুন ও মেহেদী হাসান মিরাজ।
১৪ দিনের কোয়ারেন্টাইন করার কথা। তবে জানা গেছে তা শিথিল করা হয়েছে। তাই তিন দিন পরই মানে শুক্রবার থেকে অনুশীলন করতে পারবেন এমন খবর গণমাধ্যমে দেন প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু।
এদিকে দলে থাকা সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান আইপিএল থেকে ফেরায় প্রতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রয়েছেন।
রোজার ঈদের আগে ৭ থেকে ৯ মে পর্যন্ত অনুশীলন করবেন ওয়ানডে দলের ক্রিকেটাররা। তারপর ১০ থেকে ১৭ মে পর্যন্ত ঈদের ছুটি। সব ঠিক থাকলে শ্রীলঙ্কা ঢাকায় আসবে ১৬ মে। তিন দিনের কোয়ারেন্টাইন শেষে ১৯ মে থেকে শুরু অনুশীলন। ২৩, ২৫ ও ২৮ মে তিন ওয়ানডে। প্রতিটি ম্যাচের ভেন্যু মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম।
সূচি চূড়ান্ত। ২৩ মে প্রথম ওয়ানডে দিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডে খেলতে নামবে বাংলাদেশ দল। পরের দুই ওয়ানডে ২৫ ও ২৮ মে। প্রতিটি ম্যাচই হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
Discussion about this post