ধারাবাহিকভাবে সাফল্য পাচ্ছেন তিনি। তার ছাপটাও এবার দেখা গেল আইসিসির স্বীকৃতিতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডে দুর্দান্ত খেলা মেহেদী হাসান মিরাজের জন্য সুখবর। র্যাঙ্কিংয়ে ওয়ানডে বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়েছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার। একইসঙ্গে ব্যাটসম্যানদের মধ্যে এক ধাপ উন্নতি এগিয়েছেন বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের।
বুধবার র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। সেখানে দেখা যাচ্ছে এগিয়েছেন মিরাজ। উইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৩৬ রানে ৩ উইকেট নেন তিনি। তার পথ ধরে বোলারদের র্যাঙ্কিংয়ে এখন ষষ্ঠ স্থানে উঠলেন মিরাজ। বাংলাদেশের বোলারদের মধ্যে তিনিই শীর্ষে।
আগের ম্যাচে ওয়ানডে ক্যারিয়ার সেরা বোলিং উপহার দেওয়া শরিফুল ইসলাম অবশ্য সেরা একশতেও জায়গা পাননি। ৩৪ রান খরচায় ৪ উইকেট তুলেছেন তিনি।
ম্যাচে তামিম ২৫ বলে এক ছক্কা ও ৪ চারে করেন ৩৩ রান। ব্যাটসম্যানদের তালিকায় এই ওপেনার এখন ১৯তমস্থানে। বাংলাদেশের ব্যাটসম্যানদের মধ্যে সেরা অবস্থানে মুশফিকুর রহিম। ছুটিতে থাকা মুশি ১৬ নম্বরে। সাকিব আল হাসান ২৬ ও লিটন কুমার দাস ৩২তম স্থানে রয়েছেন। মাহমুদউল্লাহ আগের মতোই আছেন ৩৭তম স্থানে।
ওয়ানডে অলরাউন্ডারদের তালিকায় শীর্ষে আগের মতোই সাকিব। ওয়ানডে বোলারদের তালিকায় দুই ধাপ এগিয়ে ১৫ নম্বরে মেহেদি হাসান। নাসুম আহমেদ ১৬ নম্বরে।
Discussion about this post