বিসিবির সভাপতি পদে দায়িত্ব নেওয়ার পর থেকেই নিজেকে সীমিত সময়ের ‘টি-টোয়েন্টি ইনিংস’ হিসেবে তুলনা করেছিলেন সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল। তবে মাত্র কয়েক মাস পরই সেই পরিকল্পনায় এসেছে নতুন মোড়। এখন তাঁর চোখে দীর্ঘ এক ‘টেস্ট ইনিংস’।
আজ সিলেটে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বুলবুল স্পষ্ট জানালেন, আসন্ন অক্টোবরে বিসিবির নির্বাচনে অংশগ্রহণ করবেন তিনি। এনএসসির মনোনয়ন থেকে নাকি ভোটের মাধ্যমে-কোন পথে আসবেন তা এখনও নিশ্চিত নন। তবে তিনি চালিয়ে যেতে চান ইতোমধ্যে শুরু করা কাজগুলো, ‘যে কাজগুলো শুরু করেছিলাম, ভালোভাবে এগিয়ে চলছে। অর্ধেক ফেলে না রেখে যেন এগিয়ে নিয়ে যেতে পারি, সেটাই মূল কারণ।’
বিসিবি কাঠামো অনুযায়ী আগে পরিচালক পদে জয়ী হতে হয়। বুলবুলও সেটিকে প্রথম লক্ষ্য হিসেবে দেখছেন, ‘এখানে সভাপতি নির্বাচন হয় না, পরিচালক নির্বাচন হয়। সেটা প্রথম লক্ষ্য। সেখানে থাকার চেষ্টা করব। পরে যদি সুযোগ হয়, চেষ্টা করব যেভাবেই হোক দেশের ক্রিকেটকে সেবা করতে।’
সম্প্রতি তামিম ইকবালও নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। ফলে সম্ভাব্য লড়াইয়ের মাঠে নামতে পারেন বুলবুল ও তামিম-এমন আলোচনা এখন বেশ জোরালো। তবে প্রতিযোগিতা হিসেবে বিষয়টি নিতে নারাজ বুলবুল। তিনি বলেন, ‘আমি এটাকে প্রতিযোগিতা মনে করি না। এটা নির্ভর করছে যারা নির্বাচিত করবে তাদের ওপর। তবে এটা ঠিক, যারা নির্বাচনে আসছে-ফারুক ভাই, তামিম-তাদের প্রতি শুধু শ্রদ্ধা না, ভালোবাসা এবং সহযোগিতাও থাকবে।’
তামিমের সঙ্গে কোনো আলোচনা হয়নি বলেও জানান বুলবুল। তবে তার মতে, সবার লক্ষ্য একই-দেশের ক্রিকেটকে এগিয়ে নেওয়া, ‘দিন শেষে আমরা সবাই এসেছি ক্রিকেটের কাজে।’
Discussion about this post