- এমন ঘটনা কমই দেখা যায়। ম্যাচের আগের দিনও জানা যাচ্ছে না প্রতিপক্ষের দল! ওয়ানডে সিরিজ খেলার ২৪ ঘন্টা আগেও দল ঘোষণা করেনি জিম্বাবুয়ে। ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালও বুঝতে পারছেন না কী ঘটছে! জিম্বাবুয়ে দলটা কেমন হবে! জিম্বাবুয়ে যে এখনো ওয়ানডে স্কোয়াডই ঘোষণা করেনি। শুক্রবার দুপুরেই সিরিজের প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়ের সঙ্গে লড়বে বাংলাদেশ দল।
বৃহস্পতিবার বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবাল কিছুটা বিস্মিতই হলেন। প্রতিপক্ষের দলে কে জানা নেই। বললেন, ‘আমি এটা নিয়ে কি বলব, কাদের সঙ্গে খেলব এটাই তো জানি না! আমরা জানি না, কাদের সঙ্গে খেলতে যাচ্ছি। প্রথম বল হওয়ার ২৪ ঘণ্টারও কম সময় আছে, আমরা এখনও দল নিয়ে কিছু জানি না।’ মাঠে কাদের সঙ্গে লড়াই করতে হবে, এটা নিয়ে তাই পুরোপুরি অন্ধকারে সফরকারী দল।
ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল সংবাদ সম্মেলনে আরও বলেন, ‘এটা একটু আজব কাহিনী, একটু ভিন্ন আমার কাছেও মনে হচ্ছে। কারণ ২৪ ঘণ্টাও নেই, এখনও আমরা জানি না কোন দলের বিপক্ষে খেলব। সাধারণ এই সময়ে টিম মিটিং হয়। বোলিং মিটিং, ব্যাটিং মিটিং হয়। প্রতিপক্ষের দলই না জানলে কাদের নিয়ে মিটিং করব, সেটাই বুঝতে পারছি না। অবাক করার মতো ব্যাপার।’
অবশ্য প্রতিপক্ষ শিবিরে করোনা নিয়ে শঙ্কা আছে। হারারে টেস্টের সময় আইসোলেশনে থাকায় জিম্বাবুয়ে অধিনায়ক শন উইলিয়ামস, ক্রেইগ আরভিন খেলতে পারেন নি। ওয়ানডে দলে তাদের থাকার কথা শোনা যাচ্ছিল। কিন্তু এনিয়েও জিম্বাবুয়ে কিছু জানাচ্ছে না।
বৃহস্পতিবার সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘দেখুন, আমি যতদূর জানি, যে কোনো ক্রিকেটারকে এই সিরিজে খেলতে হলে টিম হোটেলে তাকে ১০ দিন কোয়ারেন্টিনে থাকতে হবে। আমি তো তাদেরকে দেখিনি এখনও এখানে। এটা আসলে জিম্বাবুয়ে ক্রিকেট ও আমাদের পক্ষ থেকে কোভিড প্রটোকল যারা মেইনটেইন করেন, তারা বলতে পারবেন।’
শুক্রবার হারারে স্পোর্টস ক্লাব মাঠে হবে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। শেষ দুটি ওয়ানডে হবে ১৮ ও ২০ জুলাই।
৩ ম্যাচের এই ওয়ানডে সিরিজটি আইসিসি ক্রিকেট বিশ্বকাপ সুপার লিগের অংশ।
Discussion about this post