আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে উঠার সম্ভাবনা টিকিয়ে রাখতে নিউজিল্যান্ডের বিপক্ষে জিততেই হবে বাংলাদেশের। এখানেই শেষ নয়, পরের দিন ইংল্যান্ডের কাছে হারতে হবে অস্ট্রেলিয়াকে। এমন ম্যাচে টাইগারদের জন্য কিছুটা হলেও দুঃসংবাদ! অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে বুকে ব্যাথা পাওয়ায় অনুশীলনে ছিলেন না দারুণ ফর্মে থাকা তামিম ইকবাল।
ইংল্যান্ডের বিপক্ষে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির প্রথম ম্যাচেই তামিম তুলে নিয়েছিলেন শতরান। তারপর অস্ট্রেলিয়ার বিপক্ষেও ছিলেন তিন অঙ্কের ম্যাজিকেল ফিগারের পথে। কিন্তু ৯৫ রানে এসে আটকে যান এই ড্যাশিং ওপেনার। দুই ইনিংসে তার ব্যাট থেকে এসেছে ২২৩ রান।
এমন ফর্মে থাকা ক্রিকেটারের ইনজুরি চিন্তায় ফেলে দিল। যদিও জানা গেছে চোট খুব গুরুতর নয়। সতর্কতার জন্যই অনুশীলন করছেন না। অজি ফাস্ট বোলার প্যাট কামিন্সের বলে পেটের কাছের দিকে আঘাত পান তিনি।
এমনিতে তামিম চেস্ট গার্ড পরেন না। অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচেও পড়েননি। তারই খেসারত গুনে এই আঘাত পেলেন।
Discussion about this post