সত্যিকার অর্থেই এখন সুসময় তামিম ইকবালের। আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুর্দান্ত নৈপুন্যের পর ফের খুলে যায় কাউন্টি ক্রিকেটের দরজা। একইসঙ্গে ওয়ানডে ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে এই ব্যাটসম্যানের। ইংল্যান্ডের বিপক্ষে সেঞ্চুরি, অস্ট্রেলিয়ার বিপক্ষে ৯৫ ও সেমিফাইনালে ভারতের বিপক্ষে ৭০ রান করার পর এই উদ্বোধনী ব্যাটসম্যান উঠেছেন ১৬তম স্থানে। এখানেই শেষ নয়, তিনি আছেন চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশে।
বোলিংয়ের র্যাঙ্কিংয়ে মাশরাফি বিন মর্তুজা রয়েছেন ১৫তম স্থানে সাকিব আল হাসান পিছিয়ে রয়েছেন ১৯তম স্থানে। যদিও অলরাউন্ডার র্যাঙ্কিংয়ে এখনও শীর্ষে রয়েছেন তিনি।
ভারতের সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলী, ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল আথারটন, পাকিস্তানের রমিজ রাজাসহ ক্রিকেট বিশেষজ্ঞ, সাংবাদিকদের নিয়ে গড়া জুরি বোর্ডের বেছে নেওয়া একাদশে উঠে আসলেন তামিম।
একটি শতরান আর দুটি হাফসেঞ্চুরিতে ২৯৩ রান করে এমন সম্মান পেলেন তামিম। একাদশে তার সঙ্গে ওপেনার হিসেবে আছেন ভারতের শিখর ধাওয়ান। যিনি করছেন সর্বোচ্চ ৩৩৮ রান।
ফাইনালের ম্যাচসেরা ফখর জামানও রয়েছেন একাদশে একাদশে অধিনায়ক হিসেবে আছেন ভারতের বিরাট কোহলি।
চ্যাম্পিয়ন্স ট্রফির সেরা একাদশ
শিখর ধাওয়ান (ভারত), ফখর জামান (পাকিস্তান), তামিম ইকবাল (বাংলাদেশ), বিরাট কোহলি (ভারত), জো রুট (ইংল্যান্ড), বেন স্টোকস (ইংল্যান্ড), সরফরাজ আহমেদ (পাকিস্তান), আদিল রশিদ (ইংল্যান্ড), জুনায়েদ খান (পাকিস্তান), ভুবনেশ্বর কুমার (ভারত), হাসান আলি (পাকিস্তান), কেন উইলিয়ামসন (নিউজিল্যান্ড, দ্বাদশ)।
Discussion about this post