তিনিই যে বাংলাদেশের সেরা ব্যাটসম্যান সেটা পরিষংখ্যানই বলে দেয়। ব্যাট হাতে দারুণ ধারাবাহিক তামিম ইকবাল এবার আরেকটি রেকর্ড গড়লেন। দেশের হয়ে সবার আগে পৌঁছে গেলেন ৬ হাজার রান ক্লাবে। মঙ্গলবার ত্রিদেশীয় সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচে এই রেকর্ড ছুঁয়ে ফেলেন তিনি মাইলফলক ছুঁতে এদিন প্রয়োজন ছিল ৬৬। টুর্নামেন্টে টানা তৃতীয়বার পঞ্চাশ ছাড়িয়ে সেই অর্জনটা নিজের করে নেন এই ওপেনার। এমন ম্যাচে ৫১ রানে আউট সাকিব আল হাসান। ওয়ানডেতে তার অর্জন ৫ হাজার ২৩৫ রান। আর টাইগাররা এদিন তুলল ২১৮।
পরিসংখ্যান জানাচ্ছে ১৭৫ ইনিংসে তামিম করলেন ৬ হাজার। অথচ ৩ হাজার ছুঁতে লাগে তার ১০২ ইনিংস। পরের ৩ হাজার করলেন মাত্র ৭৩ ইনিংসে। এর আগে ২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৪ হাজার স্পর্শ করেন তামিম। পরের ২১ ইনিংসে স্পর্শ করলেন ৫ হাজার। পরের হাজার রান মাত্র ১৭ ইনিংসে।
১২৩ ইনিংসে ৬ হাজার করে দ্রুততম ৬ হাজারের বিশ্বরেকর্ড দক্ষিণ আফ্রিকার হাশিম আমলার।
একইসঙ্গে তামিম ভাঙ্গলেন আরেক বাঁহাতি ওপেনার সনাথ জয়াসুরিয়ার রেকর্ড। ১৯৯২ থেকে ২০০৯ সাল পর্যন্ত কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ৭১ ম্যাচ খেলেন শ্রীলঙ্কার এ ব্যাটসম্যান। ৭০ ইনিংসে ৩৮.৬৭ গড়ে করেন ২ হাজার ৫১৪ রান। এই রেকর্ড গড়তে রেকর্ড গড়তে জিম্বাবুয়ের বিপক্ষে ৪২ রান দরকার ছিল তামিমের। মঙ্গলবার শেরেবাংলায় ২৪তম ওভারে সেই রান ছুঁয়ে ফেলেন তিনি। জয়াসুরিয়াকে টপকাতে তামিমের লাগল ৭৩ ইনিংস।
Discussion about this post