ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
চট্টগ্রাম টেস্টে টস ভাগ্য থাকল বাংলাদেশের পক্ষে। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে টস জিতে ব্যাটিং নিয়েছেন অধিনায়ক মুমিনুল হক। শুরুতে বড় স্কোর করে প্রতিপক্ষ ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলাই লক্ষ্য। করোনা শঙ্কা কাটিয়ে প্রায় বছর খানেক পর টেস্টে ফিরল টাইগাররা।
ম্যাচে বড় প্রশ্ন ছিল তামিম ইকবালের সঙ্গে ওপেনিং সঙ্গী হবেন কে? উত্তর মিলল বুধবার সকালে টসের পরই। তামিমের ওপেনিং সঙ্গী হিসেবে ফিরলেন সাদমান ইসলাম। স্কোয়াডে পাঁচ পেসার থাকলেও দলে শুধু একজন-মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের মূল পেসার হয়ে উঠেছিলেন আবু জায়েদ চৌধুরি। তিনি নেই একাদশে।
বাংলাদেশ দল: তামিম ইকবাল, সাদমান ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাইম হাসান ও মুস্তাফিজুর রহমান।
সফরকারী উইন্ডিজ দলে অভিষিক্ত হলেন তিন ক্রিকেটার। ক্রেইগ ব্র্যাথওয়েটের নেতৃত্বে দলটিতে বুধবার টেস্ট ক্যাপ পেলেন এনক্রুমা বোনার, কাইল মায়ার্স ও শাইনি মোসেলির।
উইন্ডিজ একাদশ: ক্রেইগ ব্র্যাথওয়েট (অধিনায়ক), জার্মেইন ব্ল্যাকউড, এনক্রুমা বোনার, জন ক্যাম্পবেল, রাকিম কর্নওয়াল, জোশুয়া ডি সিলভা, শ্যানন গ্যাব্রিয়েল, কাইল মায়ার্স, শাইনি মোসেলি, কেমার রোচ ও জোমেল ওয়ারিকান।
🏏 Bangladesh have scored 69 at lunch on day one for the loss of Tamim Iqbal and Najmul Hossain Shanto’s wickets 🏏
How will they fare in the second session?#BANvWI ➡️ https://t.co/OYKP4vYfsj pic.twitter.com/daAtXeXRSY
— ICC (@ICC) February 3, 2021
Discussion about this post