ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
জিম্বাবুয়ের বিপক্ষে ম্যাচ মানেই যেন বাংলাদেশের ব্যাটসম্যানদের রান উৎসব। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। ম্যাচে তামিম ইকবাল খেললেন তার ক্যারিয়ার সেরা ইনিংস। তার ব্যাটিংয়ে জিম্বাবুয়েকে বড় লক্ষ্যই দিয়েছে বাংলাদেশ।
টস জিতে ব্যাট করতে নেমে ৮ উইকেটে তুলেছে ৩২২ রান। জিম্বাবুয়ের বিপক্ষে টানা দুই ম্যাচে নিজেদের সর্বোচ্চ রানের সংগ্রহ গড়ল বাংলাদেশ। আগের ম্যাচে ৬ উইকেটে করে ৩২১ রান।
ইনিংসের শেষ বলে বাউন্ডারি হাঁকিয়ে দলকে রেকর্ড সংগ্রহ এনে দেন মোহাম্মদ মিঠুন। ১৮ বলে অপরাজিত থাকেন ৩২ রানে।
মঙ্গলবার সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে তামিম প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে করেন ৭০০০ রান। এদিকে এ বাঁহাতি খেলেন ১৫৮ রানের দুর্দান্ত ইনিংস। এতোদিন ওয়ানডে তার সেরা ইনিংস ছিল ১৫৪ রান।
ক্যারিয়ার সেরা ইনিংস খেলতে তামিম হাঁকালেন ১৩৬ বলে ২০টি চার ও ৩টি ছয়।
ইতিহাস জানাচ্ছে-শেষবার তামিম সেঞ্চুরি পেয়েছিলেন ২০১৮ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে। সে সিরিজে দুর্দান্ত তামিম পেয়েছিলেন দুই সেঞ্চুরি এরপর কেটে গেছে ১৯ মাস। এর মধ্যে গত ২৩ ইনিংসে ৫ হাফসেঞ্চুরি পেলেও সেঞ্চুরি দূরের বিষয় হয়েই থাকছিল। উল্টো নিজেকে খোলসের ভেতর ঢুকিয়ে ফেলার অভিযোগ উঠেছিল তার বিপক্ষে। শেষ পর্যন্ত ব্যাট হাতে জবাবটা গতকাল দিয়েছেন তিনি।
দিন-রাতের ম্যাচে প্রথমে ব্যাটিংয়ে নেমে তামিম ছিলেন মন্থর। তবে সময় গড়ানোর সঙ্গে সঙ্গে এ তারকা ব্যাট হাতে ঝড় তোলেন। তাইতো ১০ ওভার শেষে তার রান ছিল ৩৮ বলে ১০ চারে ৪৯ রান। শেষ পর্যন্ত ৪২ বলে হাফসেঞ্চুরি পূর্ণ করেন তিনি। এরপর পেয়েছেন শতক।
এদিন হাফসেঞ্চুরি পেলেন মুশফিকুর রহিমও। তার ব্যাটে ৫৫।
সংক্ষিপ্ত স্কোর-
বাংলাদেশ: ৫০ ওভারে ৩২২/৮ (তামিম ১৫৮, লিটন ৯, শান্ত ৬, মুশফিক ৫৫, মাহমুদউল্লাহ ৪১, মিঠুন ৩২*, মিরাজ ৫, মাশরাফি ১, তাইজুল ০, শফিউল ৫*; মুম্বা ১০-০-৬৪-২, টিশুমা ৫-০-৩৫-১, টিরিপানো ৮-০-৫৫-২, মাধেভেরে ৭-০-৩৮-১, রাজা ১০-০-৫৯-০, উইলিয়ামস ৭-০-৩৫-০, মাটুমবোদজি ৩-০-৩৪-০)
Discussion about this post