ফতুল্লা স্টেডিয়ামে শ্রীলঙ্কানের অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথুসের পারফরম্যান্সে খেলাঘর সমাজকল্যাণের বিরুদ্ধে ৮ উইকেটের অনায়াস জয় পেয়েছে ব্রাদার্স। ওয়ালটন ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে সমান চার ম্যাচে ব্রাদার্সের টানা তৃতীয় জয়ের বিপরীতে খেলাঘর সমাজকল্যাণ হারল সব ম্যাচেই।
দুই লঙ্কান সেনানায়েকে-অ্যাঞ্জেলো ম্যাথুস আর বাংলাদেশের বাঁহাতি স্পিনার সাঞ্জামুল ইসলামের বোলিংয়ে মাত্র ১০২ রানে গুঁড়িয়ে যায় খেলাঘর সমাজকল্যাণ। লঙ্কান ওপেনার মাইকেল ভ্যানডর্ট সর্বোচ্চ ৩৫ রান করেন। ম্যাথুস ১৭ রানে তিন উইকেট দখল করেন। পরে বল সমান ৫১ রানের হার না মানা ইনিংস উপহার দিলে জয় নিশ্চিত হয় ব্রাদার্সের। এবারের লিগের দুই সেঞ্চুরিয়ান ভাই তামিম (২১) এবং নাফিস (১৫) দ্রুত ফিরে গেছেন সাজঘরে। তাতে কি তামিম ইকবালের দল ঠিকই জিতল অনায়াসে।
সংক্ষিপ্ত স্কোর
খেলাঘর : ১০২/১০, ৩৩.৪ ওভার (ভ্যানর্ডট ৩৫, নজিমুদ্দনি ৪, শুভগত হোম ৭, মোসাদ্দকে ২২, নান্টু ১০; , আজহার মাহমুদ ১/২১, ম্যাথুস ৩/১৭, সানজামুল ২/২৫, শুভ ১/২৩)। ব্রার্দাস : ১০৩/২, ওভার ২৪.৫ (তামমি ইকবাল ২১, ইমতিয়াজ ৫, নাফসি ইকবাল ১৫*, ম্যাথুস ৫১*; ফয়সাল ১/২২, নাজমুদ্দিন ১/৩)। ফল : ব্রার্দাস ৮ উইকটে জয়ী। ম্যান অব দ্য ম্যাচ : অ্যাঞ্জলো ম্যাথুস।
Discussion about this post