দুর্দান্ত ফর্মেই ছিলেন তিনি। কিন্তু পাকিস্তান সুপার লিগের (পিএসএল) উদ্বোধনী ম্যাচে পেশোয়ার জালমির হয়ে শুরুটা ভাল হল না তামিম ইকবালের। বৃহস্পতিবার রাতে মুলতান সুলতানসের বিপক্ষে ব্যাট করতে নেমে মাত্র ১১ বলে ১১ রান করেন এই হার্ড হিটার ব্যাটসম্যান। যার প্রভাবটাও পড়েছে। পেশাওয়ার জালমি হেরেছে ৭ উইকেটে।
দুবাই ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নামে পেশোয়ার। তারা ৬ উইকেটে ২০ ওভারে ১৫১ রান তুলে। জবাব দিতে নেমে ১৯.১ ওভারে ৩ উইকেট হারিয়েই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় মুলতান সুলতানস।
ব্যাট করতে নেমে শুরুটা ভালো ছিল না পেশাওয়ারের। শূন্য রানে আউট ওপেনার কামরান আকমল। তারপরই সাজঘরের পথ ধরেন তামিম। বিদায় নেন ১১ রানে। মোহাম্মদ ইরফানকে পরপর দুই বলে চার হাঁকানোর পর আরেকটি মারতে গিয়ে ফাইন লেগে জুনাইয়েদের হাতে ক্যাচ তুলে দেন তিনি। এরপর অবশ্য মোহাম্মদ হাফিজ (৫২ বলে ৫৯) ড্যারেন স্যামিকে (১১ বলে ২৯) সঙ্গে নিয়ে চ্যালেঞ্জিং স্কোর গড়েন।
মুলতান সুলতানসের হয়ে মোহাম্মদ ইরফান ২টি উইকেট পান। ১টি করে উইকেট নেন সোহেল তানভীর, জুনাইদ খান, ইমরান তাহির ও হার্দাস ভিলজোয়েন।
জবাব দিতে নেমে অবশ্য শুরুটা ভাল ছিল না সুলতানসেরও। ওপেনার আহমেদ শেহজাদ আউট শুরুতেই। তবে এক প্রান্ত আগলে কুমার সাঙ্গাকারা (৫৭) শোয়েব মাকসুদকে নিয়ে লড়তে থাকেন। তারই পথ ধরে কিরন পোলার্ডকে (১৩ বলে ২১) নিয়ে দলকে জয়ের বন্দরে নিয়ে যান শোয়েব মালিক (৩০ বলে ৪২*)।
Discussion about this post