ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফের একই সমাপ্তি। বড় ইনিংসের ইঙ্গিত দিয়ে এবারও পারলেন না তামিম ইকবাল। টানা তৃতীয় ম্যাচে একই গল্প। তার পথ ধরে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ফাইনালে তার দল লাহোর কালান্দার্স পায়নি বড় সংগ্রহ। আর বাবর আজমের ফিফটিতে শিরোপা জিতে নিল করাচি কিংস।
মঙ্গলবার রাতে করাচির জাতীয় স্টেডিয়ামে টুর্নামেন্টের পঞ্চম আসরের ফাইনালে করাচি জিতল ৫ উইকেটে।
মাত্র ১৩৫ রানের টার্গেট ছিল সামনে। যা ৮ বল বাকি থাকতেই করে নেয় করাচি। এবারই প্রথম পিএসএলের ট্রফি জিতল তারা।
এবার বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে একমাত্র খেললেন তামিম। যিনি লাহোরের হয়ে ফাইনালে করলেন ৩৮ বলে ৪টি চার ও একটি ছক্কায় দলীয় সর্বোচ্চ ৩৫। টুর্নামেন্টে এর আগের দুই ম্যাচে বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক করেন ২০ বলে ৩০ ও ১০ বলে ১৮ রান।
সংক্ষিপ্ত স্কোর-
লাহোর কালান্দার্স: ২০ ওভারে ১৩৪/৭ (তামিম ৩৫, ফখর ২৭, হাফিজ ২, ডাঙ্ক ১১, প্যাটেল ৫, সোহেল ১৪, ভিসা ১৪*, ফাইজান ০, শাহিন আফ্রিদি ১২*; ইমাদ ২-০-৬-১, আমির ৪-০-৩৮-০, মাকসুদ ৪-০-১৮-২, আরশাদ ৪-০-২৬-২, আসিফ ৪-০-১৮-২, ইফতিখার ২-০-১৯-০)
করাচি কিংস: ১৮.৪ ওভারে ১৩৫/৫ (শারজিল ১৩, বাবর ৬৩*, হেলস ১১, চ্যাডউইক ২২, ইফতিখার ৪, রাদারফোর্ড ০, ইমাদ ১০*; শাহিন আফ্রিদি ৩.৪-০-৩১-০, রউফ ৪-০-৩০-২, প্যাটেল ৪-০-২২-১, দিলবার ৪-০-২৮-২, ভিসা ৩-০-২১-০)
ফল: করাচি কিংস ৫ উইকেটে জয়ী ও চ্যাম্পিয়ন
ম্যাচসেরা: বাবর আজম
টুর্নামেন্টসেরা: বাবর আজম।
এক নজরে পিএসএল ২০২০-
চ্যাম্পিয়ন : করাচি কিংস
রানার্স আপ : লাহোর কালান্দার্স
ফাইনাল সেরা : ৪৯ বলে অপরাজিত ৬৩ রান করা করাচি কিংসের বাবর আজম।
টুর্নামেন্ট সেরা: ১২ ম্যাচে ৪৭৩ রান করা বাবর আজম।
সেরা ব্যাটসম্যান : বাবর আজম।
সেরা বোলার : ১২ ম্যাচে ১৭ উইকেট নেওয়া লাহোর কালান্দার্সের শাহিন শাহ আফ্রিদি।
সেরা উইকেটকিপার : লাহোর কালান্দার্সের বেন ডাঙ্ক।
স্পিরিট অব ক্রিকেট অ্যাওয়ার্ড : মুলতান সুলতানস।
Discussion about this post