ক্যারিয়ারের পঞ্চাশতম টেস্ট ম্যাচটি সাকিব আল হাসানের মতো তামিম ইকবালও রাঙিয়ে তুললেন! প্রথম ইনিংসের পর অস্ট্রেলিয়ার বিপক্ষে ঢাকা টেস্টের দ্বিতীয় ইনিংসেও কথা বলছে তার ব্যাট। আরো একবার পঞ্চাশ ছাড়িয়ে যাওয়া ইনিংস খেললেন তিনি। মঙ্গলবার তৃতীয় দিনের লাঞ্চ বিরতির সময় ৭৬ রানে অপরাজিত ছিলেন তিনি। এর আগে প্রথম ইনিংসে করেছিলেন ৭১ রান। এই অর্জনে একটা রেকর্ডও করে ফেললেন। এক টেস্টে জোড়া হাফসেঞ্চুরি এনিয়ে ৬ বার করলেন তামিম। ছুঁয়ে ফেললেন বাংলাদেশের হয়ে এক অনন্য রেকর্ড।
এই রেকর্ড এতোদিন এককভাবে উপেভাগ করেছেন হাবিবুল বাশার। ৫০ টেস্টের ক্যারিয়ারে সাবেক অধিনায়কতিনিও ৬ বার এক টেস্টে জোড়া অর্ধশতক করেছেন। মজার ব্যাপার হল- তামিম তাকে ছুঁয়ে ফেললেন ৫০ টেস্টেই।
দেশসেরা ব্যাটসম্যান তামিম তার টেস্ট ক্যারিয়ার শুরু করেছিলেন দুটি হাফ সেঞ্চুরিতে। ২০০৮ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে করেন ৫৩ ও ৮৪ রান। তারপর আর পিছু ফিরে তাকাতে হয়নি। তিনিই এখন তিন ফরম্যাটে বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ রান সংগ্রাহক।
তামিমের এই রেকর্ডের দিনে দাপটে এগোচ্ছে বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষে ২য় ইনিংসে ৩ উইকেট হারিয়ে করেছে ১৩৩ রান। লিড ১৭৬ রানের। তামিমের সঙ্গে ২৫ রান নিয়ে আছেন মুশফিকুর রহীম।
Discussion about this post