আচমকা অবসর ঘোষণা দিয়েছিলেন তিনি। আবার অনেক আচমকাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ মেনে অবসর ভেঙে ফিরেছিলেন তামিম ইকবাল। গণভবনে সেদিন দেখা করে প্রধানমন্ত্রীকে একটা চাওয়ার কথাও জানান বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক। এ বছর অনুষ্ঠেয় ওয়ানডে বিশ্বকাপে মাশরাফি বিন মর্তুজাকে মেন্টর (পরামর্শক) হিসেবে চান তিনি।
এরপর থেকেই বিশ্বকাপে মেন্টর হিসেবে বাংলাদেশ দলের সঙ্গে মাশরাফি যাবেন কীনা তা নিয়ে চলছে আলোচনা। সরাসরি উত্তর দেননি এনিয়ে বিসিবি সভাপতি নাজমুল হোসেন পাপন। আবার মাশরাফিও কিছু জানেন না। তামিমের চাওয়ায় মেন্টর হিসেবে বিশ্বকাপে মেন্টর হিসেবে থাকবেন কি না উত্তর জানা নেই তার।
বুধবার রাজধানীর ধানমন্ডির একটি শিক্ষা প্রতিষ্ঠানের কনভোকেশন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন মাশরাফি। এ সময় সাবেক অধিনায়ক মাশরাফি বলেন, ‘(তামিমের মেন্টর হিসেবে চাওয়া) সেটা ভিন্ন জিনিস। আমার কোনো মাইন্ড সেট-আপ নেই। আগেও বলেছি, আমার এ রকম কোনো মাইন্ড সেট-আপ নেই। আপনারা যে প্রশ্ন করছেন, এই প্রশ্নের উত্তরও নেই আমার কাছে। আমি কোনো কিছু জানি না। আমার বর্তমানে কী কাজ সেইটা শুধু জানি। কালকে যেটা কাজ আসবে, সেটা করব। পরশু দিনের কথা বলা বা কালকের চিন্তা করার এখন আমার সময় নেই।’
মাশরফি আরও বলেন, ‘মেন্টরে কী লাভ হয় আমাকে একটু বলতে পারবেন? আমি জানি না, ও (তামিম) কেন চাইছে ! মেন্টর জিনিসটা তো…অন্য জিনিস। মেন্টরের কাজটা কী আমি জানি না। (দলের প্রয়োজন) সেরকম পরিস্থিতি এলে, সেরকম হলে তখন বলা যাবে। এখন এই মুহূর্তে আমাকে প্রশ্ন করলে এর উত্তর নেই। এখানে আমি কী উত্তর দেব? যদি সেরকম কোনো পরিস্থিতি তৈরি হয় ভবিষ্যতে, সেরকম কিছু হয়, তখন আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু বলা যাবে। এই মুহূর্তে আমি তো ওরকম কিছু দেখি না।’
ইনজুরি কাটিয়ে উঠলেই রানে ফিরবেন তামিম। মাশরাফির অভিমত, ‘এখন যে জিনিসটা হচ্ছে, চোট ওকে ভোগাচ্ছে। ও পারফর্ম করছে না, কেন করছে না? তার কারণ হচ্ছে চোট। তাহলে কী করা উচিত? ওর চোটটা ঠিক করে আসা উচিত। ওই যে বললাম, ডুয়িং দ্য রাইট থিংস। ওর এখন উচিত চোট নিয়ে চিন্তা করা। ফিট হয়ে এলে আমি নিশ্চিত ও এমনিতেই রান করবে আর আগের পরিস্থিতিতে ফিরে আসবে।’
পিঠের চোটে ভোগা তামিম ইকবাল চিকিৎসার জন্য লন্ডনে আছেন এখন। এশিয়া কাপ কিংবা বিশ্বকাপে ওয়ানডে অধিনায়কের খেলার ব্যাপারটাও অচিরেই নিশ্চিত হবে। এ অবস্থায়, ‘আমি মনে করি, তামিমের শতভাগ ফিট হয়ে আসা উচিত। একইসঙ্গে মানসিক ওরকম প্রস্তুতি থাকা উচিত যে, ও পারফর্মার ছিল, পারফরম্যান্সই তার হয়ে কথা বলবে। ‘ও (তামিম) ১৫ হাজার রান করেছে, দেশের জন্য অনেক কিছু করেছে, এটা সত্যি। কিন্তু দিন শেষে এসে একটা সময় কেউ এগুলো কেউ মনে রাখবে না। তামিম এখন যে বয়সে আছে, ওর পারফর্ম করার সময়।’
Discussion about this post