শেষ পর্যন্ত তামিম ইকবালের দক্ষিণ আফ্রিকা সফর শেষই হয়ে গেল। তৃতীয় ওয়ানডে আর দুটি টি-টুয়েন্টি ম্যাচই নয়, এই ওপেনার এক মাসের জন্য মাঠের বাইরে চলে গেলেন। দলের সঙ্গে প্রাটিয়া সফরে থাকা প্রধান নির্বাচক ও সিরিজে ম্যানেজার মিনহাজুল আবেদীন নান্নু এমন খবরই শোনালেন। বলেন, ‘শনিবার দেশে ফিরে যাবে তামিম। এক মাসের জন্য মাঠের বাইরে থাকতে হবে তাকে।’
এর আগে তিন দিনের প্রস্তুতি ম্যাচে ঊরুর পেশিতে চোট পেয়েছিলেন তিনি। তারপর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে খেলেছিলেন তিনি। কিন্তু তারপর সেই পুরোনা চোট চোট ফের দেখা দিলে মিস করেন দ্বিতীয় টেস্ট ও প্রথম ওয়ানডে। ফিটনেস পরীক্ষায় পাশ করে দ্বিতীয় ওয়ানডেতে খেলেন তামিম। কিন্তু এরপর আবারো চোটে পড়েন। যে কারণে এখন দেশে ফিরে আসতে হচ্ছে এই ওপেনারকে।
এই ইনজুরিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে বিপিএলের শুরুর দিকের কয়েকটি ম্যাচে খেলতে পারছেন না তামিম।এবারের বিপিএল শুরু হবে ৪ নভেম্বর।
তামিমের পরিবর্তে দুই ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে খেলবেন মুমিনুল হক। ২২ অক্টোবর শেষ ওয়ানডে শেষে তার দেশে ফেরার কথা ছিলো। তামিমের পরিবর্তে মুমিনুলের টি-টুয়েন্টি দলে অন্তর্ভুক্তির ব্যাপারটি নিশ্চিত করেন মিনহাজুল আবেদিন নান্নু।
Discussion about this post