ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হাতে গোনা কয়েকজন বিশ্ব মানের ক্রিকেটার আছে বাংলাদেশের। তাদের মধ্যে অন্যতম সাকিব আল হাসান। এ তারকা একাধিকবার বিশ্বসেরা অলরাউন্ডারের তালিকায় জায়গা করে নিয়েছিলেন। শুধু তা-ই দেশের ক্রিকেটে ব্যাট-বল হাতে যে কোন ফরম্যাটের প্রায় সবগুলো রেকর্ড নিজেদের করে নিয়েছেন। যে কারণে তাকে যে কেউ বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার হিসেবে বেঁছে নেবেন। তামিম ইকবালও তাই করলেন। ব্যাটে-বলে সমান অবদান রেখে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যান তিনি, তাতে এ বিষয়ে কোন সন্দেহ নেই তামিমের।
দেশের একটি শীর্ষস্থানীয় দৈনিকের সঙ্গে ফেসবুক লাইভে করোনা পরিস্থিতিসহ নানান বিষয়ে কথা বলেন তামিম। সেখানে প্রসঙ্গক্রমে চলে আসে সেরা ক্রিকেটার বিষয়ক আলোচনা। এ ব্যাপারে তামিম বলেন, ‘সাকিবের মতো প্রতিভাবান খেলোয়াড় যে কেউ নিজের দলে চাইবে। যেকোন অধিনায়ক তাকে দলে রাখতে চাইবে। এখনও অনেক সময় বাকি আছে। অক্টোবর এখনও দূরে আছে। সাকিবের নিষেধাজ্ঞা যখন শেষ হয়ে আসবে আমি নিশ্চিত তখন এমন কোন অধিনায়ক থাকবে না যে বলবে তাকে আমার দরকার নেই।’
তামিম আরও বলেন, ‘সে (সাকিব) বাংলাদেশের সেরা ক্রিকেটার এবং পারফর্মার আমার কাছে মনে হয়। কাউকে অসম্মান করে বলছি না। তবে আমার চোখে সাকিব বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটার।’
ম্যাচ ফিক্সিং না করলেও ফিক্সিংয়ের প্রস্তাব গোপন করায় আইসিসি থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব আল হাসান। সব কিছু ঠিক থাকলে এ তারকা ক্রিকেটার মাঠের ক্রিকেটে ফিরতে পারবেন আগামী অক্টোবরের শেষ দিকে। সে সময় তাকে জাতীয় দলে সাদরে আমন্ত্রণের জন্য ব্যাকুল হয়ে রয়েছেন ‘বন্ধু’ তামিম। ব্যাপারটি অনেকবারই মিডিয়াকে জানিয়েছেন দেশসেরা এ ওপেনার।
Discussion about this post