জিম্বাবুয়ের বিপক্ষে ঢাকা টেস্টে তার ব্যাট কথা বলেনি। প্রথম ইনিংসে ৫। আর দ্বিতীয় ইনিংসে সাজঘরে ফিরেন কোন রান না করেই। তাইতো খুলনায় রানে ফিরতে চেস্টার ত্রুটি করছিলেন না তামিম ইকবাল। কিন্তু বুধবার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ফিল্ডিং অনুশীলন করতে গিয়ে হঠাৎ চোট পেলেন জাতীয় দলের এই ওপেনার।
ডানহাতের বৃদ্ধাঙ্গুলে আঘাত পেলেন তামিম। তবে তার চোট খুব গুরুতর নয়। এমন কী খুলনায় ৩ নভেম্বর শুরু হতে যাওয়া সিরিজের দ্বিতীয় টেস্টে তার খেলা নিয়ে কোন শঙ্কা নেই।
বুধবারই দ্রুত চোট আক্রান্ত জায়গায় এক্সরে করা হয়েছে। তাতে খারাপ কিছু ধরা পড়েনি। তবে চোট পাওয়া স্থানে ব্যথা রয়েছে তামিমের। যদিও সেটা নিয়ে চিন্তিত হওয়ার কিছু নেই।
Discussion about this post