তামিম ইকবাল চেয়েছিলেন গেইল ঝড় উঠুক মিরপুরের শেরেবাংলায়। কিছু সময়ের জন্য তাই হল। চিটাগং ভাইকিংসের এই ক্যারিবিয়ান ব্যাটিং দানব ৩০ বলে খেললেন ৪৪ রানের দুর্দান্ত এক ইনিংস। সঙ্গে অধিনায়ক তামিম ইকবালের ফিফটি। তাতেও শেষ রক্ষা হল না। ড্যারেন স্যামির ম্যাজিক্যাল ক্রিকেটের কাছে ৩ উইকেটে হারল চিটাগং। প্লে-অফের প্রথম পরীক্ষায় পাশ রাজশাহী কিংস। আর বিদায় নিল চট্টগ্রাম।
মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে আগে ব্যাটিং করে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪২ রান তোলে চিটাগং ভাইকিংস। জবাব দিতে নেমে ড্যারেন স্যামির ২৭ বলে অপরাজিত ৫৭ রানের ঝড়ে ৯ বল হাতে রেখেই জয় নিশ্চিত করে রাজশাহী কিংস।
সংক্ষিপ্ত স্কোর-
চিটাগং ভাইকিংস: ২০ ওভারে ১৪২/৮ (তামিম ৫১, স্মিথ ০, গেইল ৪৪ , মালিক ১৪, এনামুল ১১, নবি ৫, জহুরুল ১১*, রাজ্জাক ০, তাসকিন ০, সাকলাইন ১*; উইলিয়ামস ৪/১১, মিরাজ ০/৩৬, আফিফ ০/২৫, স্যামি ০/২০, ফরহাদ ২/২৬, ফ্র্যাঙ্কলিন ১/৮, নাজমুল ০/১৬)।
রাজশাহী কিংস: ১৮.৩ ওভারে ১৪৩/৭ (মুমিনুল ৪, নুরুল ৩৪, সাব্বির ১১, প্যাটেল ৫, ফ্র্যাঙ্কলিন ২, স্যামি ৫৫*, মিরাজ ১০, ফরহাদ ১৯*; রাজ্জাক ১/১৭, শুভাশীষ ২/২৮, স্মিথ ০/১৩, তাসকিন ০/৩১, সাকলাইন ২/২৪, নবি ১/৩০)।
ফল: রাজশাহী কিংস ৩ উইকেটে জয়ী
ম্যাচসেরা: ড্যারেন স্যামি
Discussion about this post