শেষ পর্যন্ত ইনজুরির কাছে হার মানতেই হলো। কাধের চোট শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে দেয়নি তাকে। এবার এই ইনজুরি তামিম ইকবালকে মঙ্গলবার থেকে শুরু হতে যাওয়া এশিয়া কাপ ক্রিকেটে দর্শক করে দিল। শ্রীলঙ্কার বিপক্ষে চট্রগ্রাম টেস্টে কাধে চোট পান তামিম।
এই ওপেনারকে বাইরে রেখে শনিবার রাতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দলে নেই মাহমুদুল্লাহ রিয়াদ। অবশ্য ইনজুরি নয়, অফ ফর্মের কারনেই নাম কাটা গেছে তার। বাদ পেস বোলার শফিউল ইসলাম।
দলে ফিরেছেন স্পিনার আব্দুর রাজ্জাক, অলরাউন্ডার জিয়াউর রহমান ও উদ্বোধনী ব্যাটসম্যান ইমরুল কায়েস।
নিষেধাজ্ঞার কারনে এশিয়া কাপের প্রথম দুটো ম্যাচে নেই সাকিব আল হাসান। তবে দলে ঠিকই রাখা হয়েছে তাকে।
২৬ ফেব্রুয়ারি ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১ মার্চ প্রতিপক্ষ আফগানিস্তান। পাকিস্তানের সঙ্গে ম্যাচ ৪ মার্চ। শ্রীলঙ্কার সঙ্গে মুশফিকরা লড়বেন ৬ মার্চ, মিরপুরে।
বাংলাদেশ দল
মুশফিকুর রহিম (অধিনায়ক), এনামুল হক, ইমরুল কায়েস, শামসুর রহমান শুভ, মুমিনুল হক, নাঈম ইসলাম, নাসির হোসেন, আরাফাত সানি, জিয়াউর রহমান, আব্দুর রাজ্জাক, সোহাগ গাজী, মাশরাফি বিন মুর্তজা, রুবেল হোসেন, আল-আমিন হোসেন এবং সাকিব আল হাসান।
Discussion about this post