ক্রিকেট অঙ্গনে সুসংবাদ নেই, কিছুদিন ধরেই। দক্ষিণ আফ্রিকায় একের পর হার দেখছে মুশফিক-মাশরাফিরা। ঠিক এমন সময়ে স্বস্তির পরশ হয়ে এসেছে বাংলাদেশ ‘এ’ দলের জয়।
৫ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বৃহস্পতিবার তানবীর হায়দারের অসাধারণ ব্যাটিংয়ে আয়ারল্যান্ড ‘এ’ দলকে ৩ উইকেটে হারিয়েছে স্বাগতিকরা। এই জয়ে ১-০ ব্যবধানে এগিয়ে গেল নাজমুল হোসেন শান্তর দল। প্রথম ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়েছিল।
কক্সবাজার শেখ কামাল আন্তর্জাতিক স্টেডিয়ামে শুরুতে ব্যাট করে ৪৮.১ ওভারে অলআউট হয়ে ১৯৫ রান করে আইরিশরা। জবাবে ৪৬.৩ ওভারে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ।
জয়ের জন্য ১৯৬ রানের সহজ লক্ষ্য পায় বাংলাদেশ ‘এ’ দল। ১৩ রানে ওপেনার জাকির হাসানকে হারালেও সাদমান ইসলাম ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত পথ দেখান দলবে। গড়েন ৫৬ রানের জুটি। তবে বড় ভূমিকাটা ছিল তানবীর হায়দারের। ৯১ বলে ৬১ রানে অপরাজিত ছিলেন তিনি।
এর আগে টস হেরে বল হাতে শুরু থেকেই আয়ারল্যান্ড ‘এ’ দলকে বেশি দুর এগোতে দেননি স্বাগতিকদের বোলাররা। বাংলাদেশ ‘এ’ দলের হয়ে ৯.১ ওভারে মাত্র ৩৩ রানে ৪ উইকেট নেন সানজামুল। আবুল হাসান নেন ৩টি উইকেট। তানভীর হায়দার, আল-আমিন ও আবু হায়দার রনি নিয়েছেন ১টি করে উইকেট।
শনিবার কক্সবাজারে পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ‘এ’ ও আয়ারল্যান্ড ‘এ’দল।
সংক্ষিপ্ত স্কোর:
আয়ারল্যান্ড ‘এ’: ৪৮.১ ওভারে ১৯৫/১০ (টেক্টর ৬, শ্যানন ২৭, অ্যান্ডারসন ২৭, বালবির্নি ১৫, সিমি ৩৩, পয়েন্টার ২৫, টম্পসন ২৫*; আবু হায়দার ১/৪১, সানজামুল ৪/৩৩, আবুল হাসান ৩/২৫, তানবীর ১/৩৫, আল-আমিন ১/২২)।
বাংলাদেশ ‘এ’: ৪৬.৩ ওভারে ১৯৬/৭ (সাদমান ২৪, শান্ত ৪৪, তানবীর ৬১*, সানজামুল ১৬, আবুল ১০*; স্মিথ ১/৩২, সিং ১/২২, মাল্ডার ৩/৪২, ডকরেল ২/৪১)।
ফল: বাংলাদেশ ‘এ’ ৩ উইকেটে জয়ী
সিরিজ: বাংলাদেশ ‘এ’ ১-০ ব্যবধানে এগিয়ে
ম্যাচসেরা: তানবীর হায়দার
Discussion about this post