দ্বিতীয় রাউন্ডের ম্যাচে শনিবার প্রথম দিনে ইসলামী ব্যাংক ইস্ট জোন ৮ উইকেট হারিয়ে করেছে ২৬১ রান। ৩২ ওভারে ১০ মেডেন ৬৭ রানে ৭ উইকেট। বাংলাদেশ ক্রিকেট লিগের চলতি টুর্নামেন্টে ইনিংসসেরা বোলিং।
মমিনুল হক দিনের আরেক তারকা। তবে আক্ষেপ নিয়েই মাঠ ছাড়লেন এই ব্যাটসম্যান। তার ব্যাট থেকে এল ৯৪। ৬ রানের আক্ষেপ! দিনের শেষ সেশনে নিজের হাফসেঞ্চুরি করেন অলক কাপালি। ৫২ রান নিয়ে খেলছেন এ ডানহাতি। মুশফিক রহিম বোলার সেজে গিয়েছিলেন সেই পথে হাঁটলেন। ২ ওভার বোলিং করলেন! ১১ রান দিয়ে অবশ্য উইকেট পাননি।
সংক্ষিপ্ত স্কোর
ইসলামী ব্যাংক ইস্ট জোন ১ম ইনিংস : ২৬১/৮, ৮১ ওভার (তামিম ২৪, রাজিন ৩৮, মমিনুল ৯৪, কাপালি ৫২ ব্যাটিং, জুবায়ের ১৭, আলাউদ্দিন বাবু ১২, নাবিল ৭*; তাইজুল ৭/৬৭, তানভির ১/৩৯)। (প্রথম দিন শেষে)
Discussion about this post